বাংলায় মেয়েকে বিবস্ত্র করে হাঁটানোর অভিযোগ, কেন চুপ মমতা? প্রশ্ন অগ্নিমিত্রার

  নতুন করে শিরোনামে উঠে এসেছে বাংলা। গত ২৫ জুন বাংলার বিহার জেলায় এক বিজেপি মহিলা মোর্চা সদস্যকে বিবস্ত্র করে মারধর করা হয় বলে অভিযোগ।…

agni বাংলায় মেয়েকে বিবস্ত্র করে হাঁটানোর অভিযোগ, কেন চুপ মমতা? প্রশ্ন অগ্নিমিত্রার

 

নতুন করে শিরোনামে উঠে এসেছে বাংলা। গত ২৫ জুন বাংলার বিহার জেলায় এক বিজেপি মহিলা মোর্চা সদস্যকে বিবস্ত্র করে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় অভিযোগের তির তৃণমূল কংগ্রেস সমর্থকদের দিকে। শেষ পাওয়া খবর অনুযায়ী, মহিলার অবস্থা আশঙ্কাজনক এবং তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি। এদিকে এই ঘটনায় সরব হলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল।

   

ঘটনার প্রতিবাদে বিজেপির বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে কোচবিহারে। শুধু তাই নয়, আজ শনিবার নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘মহিলাকে বিবস্ত্র করে ভয়ঙ্কর অত্যাচার। পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশ এই ঘটনা ঘুরিয়ে দিতে চাইছে। মনিপুর, হাতরাস নিয়ে মুখ্যমন্ত্রী মুখ খোলেন। আর বাংলায় মেয়েকে বিবস্ত্র করে ১ কিলোমিটার হাঁটানোর পরেও মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে থাকেন। এই ঘটনার প্রতিবাদে কোচবিহারে বিজেপির প্রতিনিধি দলের বিক্ষোভ কর্মসূচি।’

অভিযোগ, থানায় অভিযোগ দায়ের না করার জন্য তৃণমূলের লোকজন নির্যাতিতাকে চাপ দিয়েছিল। মহিলার শারীরিক অবস্থার অবনতি হলে থানায় অভিযোগ দায়ের করে পরিবার। পরিবারের অভিযোগের ভিত্তিতে চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রাজ্য পুলিশের ডিজির কাছেও অভিযোগ জানিয়েছে নির্যাতিতার পরিবার। বৃহস্পতিবার চার অভিযুক্তকে আদালতে তোলা হয়।