Sandeshkhali: তিহার জেলে যাচ্ছে শেখ শাহজাহান! ইঙ্গিত বিজেপি বিধায়কের?

সন্দেশখালি (Sandeshkhali) নিয়ে যেন বিতর্কের শেষ নেই। বর্তমান সময়ে বাংলার সন্দেশখালির পরিস্থিতি নিয়ে একের পর এক বিরোধী দল রাজ্যের শাসক সল তৃণমূলকে দোষীর কাঠগড়ায় তুলেছে।…

সন্দেশখালি (Sandeshkhali) নিয়ে যেন বিতর্কের শেষ নেই। বর্তমান সময়ে বাংলার সন্দেশখালির পরিস্থিতি নিয়ে একের পর এক বিরোধী দল রাজ্যের শাসক সল তৃণমূলকে দোষীর কাঠগড়ায় তুলেছে।

Advertisements

সন্দেশখালির পাশাপাশি গোটা বাংলার শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে বলে দাবি করছে বিরোধী দলগুলি। সেইসঙ্গে শেখ শাহজাহানের ৪৫ দিন ধরে ‘পলাতক’ হয়ে যাওয়াকে ঘিরেও সন্দেশখালির মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার ঘটছে। এরই মাঝে আজ রবিবার এই সন্দেশখালি নিয়ে বড় মন্তব্য করলেন বঙ্গ বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল (Agnimitra Paul)

বিজ্ঞাপন

দিল্লিতে বিজেপির জাতীয় কনভেনশন ২০২৪-এ যোগ দেওয়ার পর বিজেপি (BJP) বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, “তৃণমূল কংগ্রেস (TMC) এবং মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই সন্দেশখালির ঘটনা অস্বীকার করে এসেছেন। সন্দেশখালির ঘটনা আড়াল করার চেষ্টা করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আমরা চাই কেন্দ্রীয় সরকার ও এনআইএ শেখ শাহজাহানকে (Sheikh Shahjahan) তিহার জেলে পাঠিয়ে দিক।