Sandeshkhali: ফের ফিরে আসবেন শেখ শাহজাহান! ভয়ে কাঁপছেন সন্দেশখালির মানুষ

লোকসভা ভোটের প্রাক্কালে এখন অন্যতম বড় ইস্যু হল সন্দেশখালি (Sandeshkhali)। আজ শুক্রবার সন্দেশখালি থেকে পাঁচ মহিলা-সহ হিংসার শিকার ১১ জন রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর…

লোকসভা ভোটের প্রাক্কালে এখন অন্যতম বড় ইস্যু হল সন্দেশখালি (Sandeshkhali)। আজ শুক্রবার সন্দেশখালি থেকে পাঁচ মহিলা-সহ হিংসার শিকার ১১ জন রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন। পশ্চিমবঙ্গের সন্দেশখালিতে তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের সুরক্ষায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি জমা দিয়েছেন ভুক্তভোগীরা।

Advertisements

তবে এবার আরো বড় মন্তব্যে সেন্টার ফর এসসি/এসটি সাপোর্ট অ্যান্ড রিসার্চের পরিচালক ড. পার্থ বিশ্বাস। তিনি আজ বলছেন, ‘ভুক্তভোগীদের চিহ্নিত করে হুমকি দেওয়া হচ্ছে। বলা হচ্ছে যে, মিডিয়া যখন তাদের আশেপাশে থাকবে না তখন ফের শেখ শাহজাহান ফিরে আসবেন। তখন তাদের কী হবে। ২০০৩ সালে শেখ শাহজাহান সিপিআই (এম)-এ যোগ দেন। ২০১৩ সালে তিনি তৃণমূলে যোগ দেন। গত ৮-১০ বছর ধরে সন্দেশখালিতে তাঁর অত্যাচার চলছে। সেখানে তার রাজনৈতিক ক্ষমতা ও প্রভাব যত বাড়তে থাকে, নৃশংসতা ও নির্যাতনও তত বাড়তে থাকে। এটা শুধু একদিনের ব্যাপার নয়।’

বিজ্ঞাপন