অশান্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভোট শেষে রাজ্যপালের দ্বারস্থ বিজেপি

ভোট শেষ হতেই শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। সোমবার বাংলা বনধ ডেকেছে। পাশাপাশি ভোটের তৃণমূলের তৈরি করা অশান্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করে রাজ্যপালের…

ভোট শেষ হতেই শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। সোমবার বাংলা বনধ ডেকেছে। পাশাপাশি ভোটের তৃণমূলের তৈরি করা অশান্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করে রাজ্যপালের দ্বারস্থ হয়েছেন বিজেপি নেতৃত্ব। টুইট করে জানিয়েছেন খোদ রাজ্যপাল।

Advertisements

আরও পড়ুন: East Bengal: আগামী মরসুমেও লাল-হলুদের সঙ্গে থাকতে পারে শ্রী সিমেন্ট! 

বিজ্ঞাপন

রবিবার ভোট শেষে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সাথে দেখা করতে রাজ ভবনে যান বিজেপির সাধারণ সম্পাদিকা অগ্নিমিত্রা পল সহ তিন জন বিজেপির সদস্য। রাজ্যপালের কাছে ব্যবস্থা নেওয়ার আর্জি করেছেন। ধনখড় এ বিষয়ে আশ্বস্ত করেছেন সকলকে। রবিবার ভোট শুরুর পর থেকে নানা অশান্তির খবর উঠে এসেছে। বিজেপি প্রতিবাদে সোমবার বাংলা বনধের ডাক দিয়েছে। নবান্ন জানিয়েছে, এই বনধ কার্যকর করা হবে না। সোমবার দোকান-বাজার-স্কুল খোলা থাকবে। স্বাভাবিক থাকবে যান চলাচল।

আরও পড়ুন: ATK Mohun Bagan: বেঙ্গালুরুর বিরুদ্ধে জিতেও পা পিছলে “পতনের” সম্ভাবনায় ঝুলছে মেরিনার্স ক্যাম্প

ভোট আসলেই তৃণমূল অশান্তি করে এই অভিযোগ করেছেন খোদ রাজ্যপাল। গত বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হংসা নিয়ে মমতার দলের বিরুদ্ধে সরব হয়তে দেখা গিয়েছিল রাজ্যপালকে। রাজ্য-রাজ্যপাল সংঘাত নতুন নয়। নানা কারণে তৃণমূলের বিরুদ্ধে দাঁড়িয়েছেন বাংলার রাজ্যপাল। এবার বিজেপির আবেদন মেনে কি ব্যবস্থা নেন তারই অপেক্ষা।

আরও পড়ুন: Municupal Election: কমিশনের অবাধ শান্তিপূর্ণ ভোট লুঠ হয়েছে: দিলীপ ঘোষ

উল্লেখ্য, সোমবার বিজেপির ডাকা বনধ কার্যকর না করার নির্দেশ নবান্নের। এই কারণে মুখ্যসচিবের জরুরী বৈঠকের পর বিজ্ঞপ্তি জারি করা হয়।