Exit Poll Analysis: এক্সিট পোলে ‘নিদ্রাহীন’ তৃণমূল, মুসলিম-দলিত ভোটের স্রোত আলিমুদ্দিনে?

লোকসভা নির্বাচন শেষের পর গণনার অপেক্ষা। ইভিএম গণনার আগে এক্সিট পোল নিয়ে চলেছে (Exit Poll Analysis)  বিশ্লেষণ। শনিবার রাতে এক্সিট পোল বের হতেই দেখা যায়…

mamata 2 Exit Poll Analysis: এক্সিট পোলে 'নিদ্রাহীন' তৃণমূল, মুসলিম-দলিত ভোটের স্রোত আলিমুদ্দিনে?

লোকসভা নির্বাচন শেষের পর গণনার অপেক্ষা। ইভিএম গণনার আগে এক্সিট পোল নিয়ে চলেছে (Exit Poll Analysis)  বিশ্লেষণ। শনিবার রাতে এক্সিট পোল বের হতেই দেখা যায় পশ্চিমবঙ্গের শাসক দল তৃ়ণমূল কংগ্রেসের সাংসদ সংখ্যার থেকে বেশি আসন পাচ্ছে রাজ্যের বিরোধী দল বিজেপি। এই পূর্বানুমান দেখেই তৃণমূলে চাপা আলোচনা কী হবে এবার? 

এক্সিট পোল ঘুম কেড়েছে তৃণমূলের। এখন এক্সাক্ট ফলের অপেক্ষা।

   

মহানগর থেকে জেলাশহর, মফস্বল, গ্রামীণ এলাকার সর্বত্র কী হবে কী হবে আলোচনা। তৃণমূলের কিছু নেতার স্পষ্ট দাবি, পরিস্থিতি বদলে গেলে আমরাও বদলে যাব। তাদের ইঙ্গিত, যদি বিজেপি শক্তিশালী হয়ে যায় তাহলে জোড়া ফুল ছেড়ে পদ্ম ফুলই নিতে হবে। অঙ্ক কষে নিদ্রাহীন তৃণমূল শিবির। তৃণমূল ভোট কুশলীদের অনেকেই মনে করছেন, নগর-মফস্বলের ভোটের সিংহভাগ টেনেছে বিজেপি। তবে গ্রামাঞ্চলে ভোট ব্যাঙ্ক অটুট আছে।

এক্সিট পোল ভয় ছড়িয়েছে তৃণমূলের অন্দরে। তেমনই বিজেপি শিবির উল্লসিত। এই উল্লাসের মাঝে উঠে আসছে, গত লোকসভা ভোটে ১৮টি আসন, বিধানসভা ভোটে বিরোধী দল হলেও পুর নির্বাচন, পঞ্চায়েত ভোটে গেরুয়া শিবিরের ধাক্কা। সেই ভোটগুলি থেকেই রাজ্যে বাম শিবিরের উত্থানের প্রসঙ্গটিও তীব্র চর্চিত হয়।

এক্সিট পোলের হিসেব পশ্চিমবঙ্গে বাম-কংগ্রেস জোটের পক্ষে সর্বাধিক ১-৩টি আসন যেতে পারে। ভোট ঢুকছে প্রায় ১৩ শতাংশ। সিপিআইএম ও কংগ্রেস নেতৃত্ব যদিও এক্সিট পোলেন হিসেব মানতে নারাজ।তাদের দাবি অ-বিজেপি ইন্ডিয়া জোটই কেন্দ্রে সরকার গড়বে।  তবে বাম জোটের বিশ্লেষণ, রাজ্যের সংখ্যালঘু মুসলিম ও দলিত ভোটের মুখ এবার ঘুরবে। নির্বাচনের পর কেন্দ্রওয়াড়ি দলীয় রিপোর্ট ধরে বিশ্লেষণ চলেছে।  ফল ঘোষণার পর চূড়ান্ত বিশ্লেষণ হবে।

এ রাজ্যে সংখ্যালঘু ভোটের শক্তিতে বলীয়ান থাকে শাসকপক্ষ। এক্সিট পোলের হিসেবে সরকারে থাকা তৃণমূলের সেই ভোটে চিড় ধরেছে বলেই বিশ্লেষণে উঠে আসছে। এক্সিট পোল বিশেষজ্ঞদের বিশ্লেষণ, সেই সংখ্যালঘু ভোটের স্রোত কালীঘাট থেকে আলিমুদ্দিন স্ট্রিটের দিকে ধাবমান হবে। কারণ, বিজেপির আক্রমণাত্মক হিন্দুত্ব নীতি।