Purba Medinipur: দিদি কাপের পর মোদী কাপ ! তীব্র শীতেও হাওয়া গরম

পূর্ব মেদিনীপুর জেলার দিদির কাপের পর, এবার মোদী কাপ। জেলার (Purba Medinipur) রাজনীতিতে এখন টক্কর চলছে।  কাঁথিতে গত কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জন্মদিনে উপলক্ষে…

PM Modi, CM Mamata Banerjee

পূর্ব মেদিনীপুর জেলার দিদির কাপের পর, এবার মোদী কাপ। জেলার (Purba Medinipur) রাজনীতিতে এখন টক্কর চলছে।  কাঁথিতে গত কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জন্মদিনে উপলক্ষে ৫ ই জানুয়ারী ‘ ইন্দিরা ক্লাবের ‘পরিচালনায় দু’দিন ব্যাপী ‘  দিদি কাপ ‘ ক্রিকেট প্রতিযোগিতার সমাপ্ত হয়। এবার মোদী কাপের নামে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে জেলায় একাধিক বিধানসভায় ফুটবল প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। মোদী কাপ নিয়ে তীব্র কটাক্ষ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।

জানা গেছে,  গত ১৪ই জানুয়ারী তমলুক সাংগঠনিক জেলা কমিটি’র বৈঠকে লোকসভা ভোটের আগে একাধিক কর্মসূচি আয়োজন করা হয়েছে। একাধিক জনসংযোগ কর্মসূচিতে শামিল হবেন বিজেপির যুব মোর্চা,  মহিলা মোর্চা ও সংখ্যালঘু মোর্চার নেতারা। তার মধ্যে অন্যতম হল মোদী কাপ। খেলাধুলা সাধারণ মানুষকে বিজেপির সঙ্গে যুক্ত করাই মূল লক্ষ্য।  

সাম্প্রতিক কয়েকদিন আগে কাঁথির অরবিন্দ স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে কেক কেটে ইন্দ্রিরা ক্লাবের পরিচালনায় শুরু হয় দিদি কাপ। মুখ্য উপদেষ্টা রাজ্যের কারাদপ্তরের মন্ত্রী অখিল গিরি পুএ কাঁথি পুরসভা উপ পুরপ্রধান সুপ্রকাশ গিরি।

মোদী কাপ নিয়ে কাঁথি সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি বলেন ” আশ্চর্য হওয়ার কিছু নেই। দিদিকে দেখেই শিখবে এরা। সারা ভারতবর্ষের দিদিকে কপি করা হচ্ছে। আমরা দিদি কাপ করেছিলাম। এরা মোদী কাপ করছে। দিদির সমস্ত প্রকল্প চুরি করেছে। দিদির নামে খেলা সেই খেলা’কে চুরি করে মোদী কাপ করছে। প্রথমে খেলা হবে আপত্তি ছিল।  পরবর্তীকালে সেই নেতাদের  বাংলায় খেলা হবে স্লোগান দিতে হচ্ছে। বাংলায় একাধিক প্রকল্প চুরি করে, অন্য রাজ্যে তাদের নির্বাচন কৌশল পার করতে হচ্ছে। এখানে যেমন কন্যাশ্রী রয়েছে, ভারতীয় জনতা পার্টির তেমন বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প করেছে। বিজেপির শুভবুদ্ধি উদয় হয়েছে। আজকে মোদী দিদিকে কপি করছেন। কিছুদিন আগে বিজেপি নেতাদের খেলাতে অ্যালার্জি ছিল, এটা কেটেছে। বাংলায় খেলা হোক গীতাপাঠ হোক “।

শাসক দল তৃণমূল কংগ্রেসের এই বক্তব্যে গুরুত্ব দিতে নারাজ রাজ্যের বিরোধী দল বিজেপি। তমলুক সাংগঠনীক জেলায় বিজেপির সহ-সভাপতি আশীষ মণ্ডল বলেন ” এটা আমাদের দলীয় কর্মসূচি। শুধু বাংলায় নয়, সারা ভারতবর্ষে এই কর্মসূচি পালিত হচ্ছে। এরা দিবাস্বপ্ন দেখুক,  আমরা আমাদের কাজ করি “।