East Medinipur: সকালে ইস্তফা, সন্ধ্যেয় গ্রেফতার প্রাক্তন তৃণমূল প্রধান

তাঁর বিরুদ্ধে শীর্ষ নেতৃত্বের কাছে অভিযোগ জমা পড়েছিল বিস্তর। বুধবার পঞ্চায়েত প্রধানের পদ থেকে ইস্তফা দিয়েছেন পূর্ব মেদিনীপুর (East Medinipur) জেলার তমলুক সাংগঠনিক ইউনিটের শান্তিপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সেলিম আলি। বুধবার সন্ধ্যায় পুলিশের হাতে গ্রেফতার হলেন সেলিম৷

salim ali

তাঁর বিরুদ্ধে শীর্ষ নেতৃত্বের কাছে অভিযোগ জমা পড়েছিল বিস্তর। বুধবার পঞ্চায়েত প্রধানের পদ থেকে ইস্তফা দিয়েছেন পূর্ব মেদিনীপুর (East Medinipur) জেলার তমলুক সাংগঠনিক ইউনিটের শান্তিপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সেলিম আলি। বুধবার সন্ধ্যায় পুলিশের হাতে গ্রেফতার হলেন সেলিম৷

অভিযোগ জমা পড়লেই পদক্ষেপ নেওয়া হবে। পূর্ব মেদিনীপুরের সভা থেকে এই বার্তাই দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি অভিষেকের ডাকে সাড়া দিয়ে সেলিমের বিরুদ্ধে বিস্তর অভিযোগ জমা পড়ে৷ এরপরেই শুরু হয় তদন্ত৷ তদন্তে সেলিমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হতেই তাঁকে ইস্তফা দিতে বলা হয়েছিল৷ বুধবার সন্ধ্যেবেলা তাঁকে গ্রেফতার করা হল।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

সূত্রের খবর, রাস্তা সারাইয়ের নাম করে বোল্ডার আত্মসাৎ করার অভিযোগ উঠেছিল আধুনা বিজেপি নেতা বলে পরিচিত দিবাকর জানার বিরুদ্ধে৷ সেখানেই জড়িয়েছিল পেশায় ঠিকাদার বলে পরিচিত সেলিম আলির নাম। সেই ঘটনায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি দিবাকর জানাকেও গ্রেফতার করেছে তমলুক থানার পুলিশ। তাঁদের উভয়কেই জেরা করা হচ্ছে বলে জানিয়েছেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথকে। যা ঘিরে রাজ্য রাজনীতি তোলপাড়।

পঞ্চায়েত নির্বাচনের আগে জেলায় জেলায় তৃণমূল নেতাদের বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ উঠেছে। এখন সেলিম আলির নাম যুক্ত হয়েছে সেই তালিকায়৷ অভিযোগ, আইএনটিইউসির নামে তোলাবাজির অভিযোগ উঠেছে সেলিমের বিরুদ্ধে। পৈত্রিক সম্পত্তি ছাড়াও স্বনামে ও বেনামে একাধিক সম্পত্তি রয়েছে বলেও জানা যায়৷ এখন সেলিমের বিরুদ্ধে অভিযোগ উঠতেই কিছুটা ব্যাকফুটে তৃণমূল।