Sandeshkhali: উত্তপ্ত সন্দেশখালিতে এবার নামল RAF

ফের একবার অশান্ত হয়ে উঠল সন্দেশখালি (Sandeshkhali)। বিজেপির বিক্ষোভ ঘিরে উত্তপ্ত হয়ে ঊঠল সন্দেশখালি থানা চত্ত্বর। এদিকে থানার সামনে মোতায়েন করা হল পুলিশ এবং র‍্যাফ…

Read the latest news on politics, sports, business, entertainment, and more from India's leading Bengali Newsportal Kolkata24x7

ফের একবার অশান্ত হয়ে উঠল সন্দেশখালি (Sandeshkhali)। বিজেপির বিক্ষোভ ঘিরে উত্তপ্ত হয়ে ঊঠল সন্দেশখালি থানা চত্ত্বর। এদিকে থানার সামনে মোতায়েন করা হল পুলিশ এবং র‍্যাফ (RAF)-কে। সন্দেশখালির পিপড়াখালিতে দুষ্কৃতীদের তাণ্ডব চলে বলে অভিযোগ। ডাকাতিও করা হয়। অস্ত্র দেখিয়ে রীতিমতো ডাকাতির অভিযোগ রয়েছে। এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করে। আর এই নিয়েই সরব হয়েছে বিজেপি (BJP)।

বিজেপির অভিযোগ, পুলিশ যাকে গ্রেফতার করেছে সে একজন বিজেপি কর্মী। আজ রবিবাসরীয় দুপুরে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের নেতৃত্বে বিক্ষোভ অভিযান শুরু হল। মিথ্যা মামলা এবং পুলিশি নির্যাতনের অভিযোগ রয়েছে। বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশ এবং র‍্যাফের ধস্তাধস্তি হল।  গত কয়েক মাস ধরেই রাজ্য রাজনীতির হটস্পট সন্দেশখালি। শ্লীলতাহানি, জমি ছিনিয়ে নেওয়া সহ একাধিক অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল নেতা এবং এলাকার ত্রাস শেখ শাহজাহানের বিরুদ্ধে। এদিকে তাঁর গ্রেফতার হওয়ার পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। স্বস্তির নিঃশ্বাস ফেলেন সাধারণ মানুষ। কিন্তু শনিবার সকাল থেকে সন্দেশখালিতে ফের উত্তপ্ত হয়ে ওঠে। উদ্ধার হয় বিপুল অস্ত্র। 

   
Advertisements