ফাগুন হাওয়ায় মমতার নামে আবির খেলা, পুরনিগম ভোটে CPIM দ্বিতীয়

রাজ্যে চার পুরনিগমের ভোটে তৃণমূল কংগ্রেসের বিপুল জয়। তবে তাৎপর্যপূর্ণ বিশ্লেষণ উঠে আসছে বিরোধী দল বিজেপি নেমে যাচ্ছে তিন নম্বরে। আরও তাৎপর্যপূর্ণ, বামফ্রন্ট তথা সিপিআইএমের…

TMC

রাজ্যে চার পুরনিগমের ভোটে তৃণমূল কংগ্রেসের বিপুল জয়। তবে তাৎপর্যপূর্ণ বিশ্লেষণ উঠে আসছে বিরোধী দল বিজেপি নেমে যাচ্ছে তিন নম্বরে। আরও তাৎপর্যপূর্ণ, বামফ্রন্ট তথা সিপিআইএমের চমকপ্রদ উত্থান। তারা ভোট শতাংশের হারে দু নম্বরে উঠে এলো।

পশ্চিম বর্ধমানের আসানসোল যেখানে বিজেপির বিধায়ক রয়েছেন সেখানেও বামেরা দুনম্বরে। চন্দননগরেও বামেরা দ্বিতীয়। এমনকি বিধানগরেও দ্বিতীয় হয়েছে সিপিআইএম। তবে তাদের ভোটব্যাংকের হিসেবে গুরুত্বপূর্ণ শিলিগুড়িতে বিজেপি দ্বিতীয় স্থানে। বামেরা তিন নম্বরে।

   

কলকাতা পুরনিগমের ভোটে চমকে দেয় বাম উত্থান। বিধানসভায় শূন্য হয়ে গিয়েও বামেরা কলকাতায় ভোট নিরিখে দ্বিতীয় হয়। সেই ধারা বজায় থাকল চার পুরনিগম ভোটেও।

বিশ্লেষণে আসছে বিজেপির দখলে থাকা বিধানসভার অন্তর্ভুক্ত পুর ওয়ার্ডগুলিতেও বামেরা দ্বিতীয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাজ্যে বিরোধী দল হিসেবে বিধানসভায় থাকলেও বিজেপি প্রান্তিক হয়ে যাচ্ছে। টিএমসি ও সিপিআইএমের মধ্যে আগামী রাজনৈতিক লড়াই হবে।

চার পুরনিগমের যুদ্ধে টিএমসির বড় প্রাপ্তি শিলিগুড়ি। গত দশ বছর এই পুরনিগম মমতার অধরা ছিল।সেখানে ফাগুন হাওয়ায় মমতার নামে সবুজ আবির খেলা চলছে।