Home West Bengal গণপ্রহারে মৃত্যুর আশঙ্কা TMC বিধায়ক ইদ্রিস আলির, চাইলেন বাড়তি নিরাপত্তা

গণপ্রহারে মৃত্যুর আশঙ্কা TMC বিধায়ক ইদ্রিস আলির, চাইলেন বাড়তি নিরাপত্তা

TMC কর্মীদের অভিযোগ, লক্ষ লক্ষ টাকা নিয়েছেন বিধায়ক

idrish-ali

টাকার বিনিময়ে দলীয় পদ বিলি করছেন বিধায়ক৷ এই অভিযোগে সোমবার রাতে মুর্শিবাদাদের ভগবানগোলার বিধায়ক ইদ্রিস আলির বাড়িতে হামলা চালায় তৃণমূলের (TMC) একাংশ৷ অভিযুক্ত ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চিহ্নিতকরণের চেষ্টা চলছে।

Advertisements

যদিও এই ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত কুঠিরাম গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সদস্য মুস্তাফা শেখ ঘটনার পর থেকে হাসপাতালে ভর্তি বলে জানা গিয়েছে। আর বিধায়ক ইদ্রিস আলির অভিযোগ, আধ ঘন্টার তাণ্ডবে প্রায় ৩০০ টি চেয়ার ভেঙে তছনছ করে দেওয়া হয়। এমনকি গ্রিল ধরে টানা হেঁচড়া শুরু করে অভিযুক্তরা। বিধায়ককে প্রাণে মারার পরিকল্পনা ছিল বলেও অভিযোগ দায়ের করা হয়েছে৷

   

বিধায়ক ইদ্রিস আলির অভিযোগ, অঞ্চল সভাপতি টাকা পয়সা তুলছিল৷ সেই খবর তাঁর কাছে ছিল। তাই অঞ্চল সভাপতিকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা শুরু করে দিয়েছিলেন। সেকারণেই হামলা চালানো হয়৷ এদিকে অভিযুক্ত মুস্তাফার বক্তব্য দলীয় পদ পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন বিধায়ক। সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ভগবানগোলার বিধায়ক ইদ্রিস আলি৷

তাঁর বক্তব্য, বিগত ৫০ বছরের রাজনৈতিক জীবনে তিনি এধরনের ঘটনা কখনও দেখেননি৷ তাই গতকালের ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন। নিরাপত্তা যাতে দ্রুত বাড়ানো হয়, সেজন্য রাজ্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন তিনি৷

গোটা ঘটনায় বিরাট অস্বস্তিতে মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। প্রকাশ্যে মুখ খুলতে রাজি নয় কেউ। শীর্ষ নেতৃত্বের তরফে কী পদক্ষেপ নেওয়া হয়? সেদিকেই তাকিয়ে রয়েছেন তাঁরা। তবে এই ঘটনাকে অনভিপ্রেত বলছেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস৷

Advertisements