হজরত মহম্মদকে (Prophet Muhammad) কটুক্তির জেরে দেশ উত্তপ্ত। একের পর এক রাজ্যে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। বিজেপি থেকে সাসপেন্ড হওয়া হিন্দুত্ববাদী নেত্রী নূপুর শর্মার ফাঁসির দাবিতে চলছে বিক্ষোভ। একইভাবে সরগরম পশ্চিমবঙ্গ।হাওড়ায় বিক্ষোভ সামাল দিতে গিয়ে আক্রান্ত পুলিশ।
শুক্রবার দিল্লির জামা মসজিদের বাইরে বিক্ষোভ চলে। নামাজের জন্য বিরাট জমায়েত থেকে বিক্ষোভ দেখাতে শুরু হয়। ভিড় ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দিল্লি পুলিশ।
অন্যদিকে, উত্তরপ্রদেশের সাহারানপুর, মোরাদাবাদ এবং প্রয়াগরাজেও বিক্ষোভ চলে। প্রয়াগরাজের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের খণ্ডযুদ্ধ শুরু হয়। এমনকি পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে দেখা যায় লখনউ, কানপুর এবং ফিরোজাবাদে রয়েছে পুলিশের কড়া নিরাপত্তা।
বিক্ষোভে সরগরম পশ্চিমবঙ্গ। বৃহস্পতিবার হাওড়ায় ন্যাশনাল হাইওয়ের ওপর ১১ ঘন্টা অবরোধ বিক্ষোভের পর শুক্রবার ছিল ১৪৪ ধারা। মু়খ্যমন্ত্রী কড়া নির্দেশ দেন। এরপর পুলিশ এদিন বিক্ষোভ হটাতে যায়। বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে উলুবেড়িয়া উত্তপ্ত। পুলিশের উপর বোমা পড়ে।
কলকাতায় পার্ক সার্কাসে হয় বিশাল বিক্ষোভ জমা়য়েত। সেই জমায়েতের কাছে এক উন্মত্ত পুলিশকর্মী নিজের বন্দুক থেকে গুলি চালান। গুলিতে এক মহিলার মৃত্যু হয়। পুলিশকর্মী আত্মঘাতী হন।