নিশীথ ‘ডেরায়’ মমতাকে দোপাট্টায় বরণ বিজেপি সাংসদ অনন্তের

লোকসভা ভোট মিটতেই ফের ব্যাপক অস্বস্তিতে বিজেপি (BJP)। কারণ এবার বিজেপি সাংসদের সঙ্গে প্রায় আধ ঘণ্টার ওপর বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানা…

লোকসভা ভোট মিটতেই ফের ব্যাপক অস্বস্তিতে বিজেপি (BJP)। কারণ এবার বিজেপি সাংসদের সঙ্গে প্রায় আধ ঘণ্টার ওপর বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানা গিয়েছে, বিজেপি সাংসদ অনন্ত মহারাজ (Ananta Maharaj) ওরফে নগেন রায়ের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কোচবিহারের চাকচাকা প্রাসাদে ঐতিহ্যবাহী দোপাট্টা ও পান দিয়ে মমতাকে স্বাগত জানানো হয়। অনন্ত তাঁকে রাজবংশী সম্প্রদায়ের বড় নেতা বলে মনে করা হয়। দুজনের মধ্যে এই বৈঠক রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। কারণ এই বৈঠকটি প্রায় ৩৫ মিনিট ধরে চলে।

   

নগেন রায়ের বাসভবনে পৌঁছনোর আগে মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সদর শহরের মদনমোহন মন্দিরে পুজো দেন। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করতে গিয়ে শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিদর্শন শেষে সোমবার সন্ধ্যায় কোচবিহারে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিক লোকসভা নির্বাচনে বিহার লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থীকে প্রায় ৪০ হাজার ভোটে হারিয়ে জয়ী হয়েছেন নিশীথ প্রামাণিক। ভোটের ফল প্রকাশের পর থেকেই নগেন রায়ের বিধানসভা কেন্দ্রে রাজবংশী সম্প্রদায়ের একাংশের প্রভাবের কারণে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে কি না, তা নিয়ে জল্পনা চলছে।

তবে রাজ্য বিজেপি এখনও পর্যন্ত এই ঘটনা নিয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি, যা দলের অসন্তোষ আরও বাড়িয়ে তুলতে পারে। বৈঠক নিয়ে উচ্ছ্বসিত অনন্ত মহারাজ বলেন, “দেখা যাক ভবিষ্যতে কী হয়।” কোচবিহার লোকসভা কেন্দ্রে বর্তমান সাংসদ নিশীথ প্রামাণিককে প্রায় ৪০ হাজার ভোটে হারিয়ে দেয় তৃণমূল। নির্বাচনের ফলাফল এই অঞ্চলের রাজবংশী সম্প্রদায়ের সদস্যদের ওপর বড় প্রভাব পরবে কিনা তা এখন দেখার।

রাজ্য বিজেপির তরফে এখনও কোনও প্রতিক্রিয়া না জানালেও নগেন রায় নিজে এই বৈঠক নিয়ে রহস্য প্রকাশ করেছেন। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘দেখা যাক ভবিষ্যতে কী হয়।’