CBI-এর হাতে গ্রেফতার শেখ শাহজাহানের ভাই, আজ তোলা হবে আদালতে

দাদা শেখ শাহজাহানের পর সন্দেশখালিকাণ্ডে (Sandeshkhali) গ্রেফতার করা হয়েছে তাঁর ভাই আলমগীর শেখকেও। তাঁকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। শুধুমাত্র আলমগীরই নয়। গ্রেফতার…

cbi

দাদা শেখ শাহজাহানের পর সন্দেশখালিকাণ্ডে (Sandeshkhali) গ্রেফতার করা হয়েছে তাঁর ভাই আলমগীর শেখকেও। তাঁকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)।

শুধুমাত্র আলমগীরই নয়। গ্রেফতার করা হয়েছে আরও দুজন তৃণমূল নেতাকে। মাফুজার মোল্লা, সিরাজুল মোল্লা। ইডির ওপর হামলার অভিযোগের ভিত্তিতে এই তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। আজ এই তিনজনকে বসিরহাট আদালতে তোলা হবে। নতুন বছরের শুরু হতে না হতেই রেশন দুর্নীতিকাণ্ডে সন্দেশখালিকে তদন্ত করতে গিয়ে আক্রান্ত হন ইডির আধিকারিকরা। ঘটনাটি ঘটে গত ৫ জানুয়ারি। এদিকে ইডির উপর হামলার ঘটনায় অভিযোগের তির ছিল শেখ শাহজাহানের অনুগামীদের দিকে। সেই ঘটনার পর থেকেই বেপাত্তা ছিলেন শেখ শাহজাহান। সিবিআই-এর সন্দেহ, শেখ শাহজাহানকে বিভিন্ন জায়গায় গা ঢাকা দিয়ে থাকার ক্ষেত্রে সাহায্য করেছিলেন তাঁর ভাই শেখ আলমগীর।

এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গত বৃহস্পতিবার আলমগীরকে তলব করে সিবিআই। কিন্তু যথারীতি সেই দিন সিবিআই-এর ডাকে হাজিরা দেন না শাহজাহানের ভাই। এরপর ফের শুক্রবার নোটিশ পাঠান হয় তাঁকে। শনিবার বেলা ১১টার সময় হাজিরার জন্য বলা হয়। ব্যস, টানা জিজ্ঞাসাবাদের পর আলমগীর ও আরও দুজন তৃণমূল নেতাকে গ্রেফতার করে সিবিআই।