২৮ বছর আগে হারিয়ে যাওয়া পিতাকে পুত্রের কাছে পৌঁছে দিল পুলিশ

Howrah city police

হারিয়ে গিয়েছিল বাবা। কার্তিকের মন মাঝে মাঝেই হু হু করে উঠত ‘বাবা কতদিন দেখিনা তোমায়’ বলে। মাসের পর মাস, বছরের পর বছর কেটেছে বাবার ফেরার অপেক্ষায়। না, বাবা ফেরেনি। বাবাকে খুঁজে পাওয়া গেল। ২৮ বছর পর। সৌজন্যে হাওড়া (Howrah ) পুলিশ।

হাওড়া সিটি পুলিশ এর সাঁকরাইল থানা অধীনস্থ ধুলাগড় আউট পোস্ট এর প্রচেষ্টায় ২৮ বছর পর এক পরিবারের পুনর্মিলন হল। একটি বিরল ঘটনায় সাঁকরাইল থানা অধীনস্থ ধুলাগড় আউট পোস্ট ২৮ বছর আগে হারিয়ে যাওয়া এক ব্যক্তিকে তার পরিবারের সাথে পুনরায় মিলন ঘটাল।

   

পুলিশ কর্মীরা টহল দেবার সময় সাঁকরাইল থানার ধুলাগড় আউট পোস্ট এলাকা থেকে এক বৃদ্ধকে দুঃস্থ অবস্থায় থাকতে দেখে। পুলিশ দ্রুত ব্যবস্থা নেয় এবং তাকে তাৎক্ষণিক ত্রাণ দেয় ও তাকে মেডিকেল চেকআপের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় লোকজনদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে ব্যক্তিটি মানসিকভাবে অস্থির ছিল এবং বেশ কিছুদিন ধরেই এখানে ঘুরে বেড়াত। পরে পুলিশ দরিদ্র বৃদ্ধের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও তিনি কোনো স্পষ্ট উত্তর দিতে পারেননি।

তবে তিনি কিছু স্থান ও মানুষের নাম মনে করতে পারতেন। ধুলাগড় আউট পোস্টের পুলিশ কর্মীরা তৎক্ষণাৎ ব্যাবস্থা নেয় এবং বীরভূমের মুরারই থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সাথে যোগাযোগ করে ঐ ব্যক্তির ছবি দেওয়া হয়। পরে কার্তিক কোনাই রাজচন্দ্রপুর গ্রাম, ভবানীপুর বাত্রা, মুরারাই, বীরভূম এর বাসিন্দা তার চোখকে বিশ্বাস করতে পারেনি যখন সেজানতে পারে যে যার ছবি পুলিশ শনাক্ত করার জন্য প্রচার করেছে সে তার বাবা বিনয় কোনাই, যিনি ২৮ বছর আগে হারিয়ে গিয়েছিলেন।

কার্তিক কোনাই তার মায়ের সাথে ধুলাগড় আউট পোস্টে আসেন এবং বিনয় কোনাইকে তাদের কাছে হস্তান্তর করা হয়। ২৮ বছর পর এই আনন্দ কান্নার মধ্যে পরিবারটির পুনরায় মিলিত হওয়ার দৃশ্যটি উপস্থিত সকলের জন্য এক অভাবনীয় অনুভূতির সৃষ্টি করে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন