ভরা বর্ষা, সমুদ্রের এক অন্যরূপ। এই মুহূর্তে পর্যটকদের ভিড়ে ঠাসা রাজ্যের সৈকতনগরী দিঘা (Digha)। উপচে পড়া ভিড় আট থেকে আশির। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বর্ষায় দিঘার মোহময়ী রূপ দেখতে ভিড় জমিয়েছেন পর্যটকরা। তবে ভিড়ে ঠাসা দিঘায় এবার পর্যটকদের স্বার্থেই অনুরোধ জানিয়ে নয়া ঘোষণা প্রশাসনের। যা ঘিরে খানিকটা যেন মন খারাপ একাংশের পর্যটককের।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গত কয়েকদিন ধরেই ঝেঁপে বৃষ্টি চলছে। আরও দিন সাতেক এমনই পরিস্থিতি থাকবে বলে পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আরও কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই টানা বৃষ্টির জেরে সমুদ্র এখন উত্তাল। ইতিমধ্যেই মৎস্যজীবীদের আগামী ২৪ ঘন্টা সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে।
সমুদ্রের এই রুদ্ররূপেই ভয় বাড়ছে। তাই এবার পর্যটকদের জন্য সমুদ্র স্নানে বিধি নিষেধ আরোপ করল প্রশাসন। ভিড়ে ঠাসা দিঘার সমুদ্র সৈকতে কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন। পর্যটকদের সমুদ্রে দূরে যেতে নিষেধ করা হচ্ছে। পর্যটকদের সতর্ক করতে দিঘার সমুদ্র সৈকতে চলছে অহরহ মাইকিং।
হিন্দু ভোটের দুশ্চিন্তাতেই শুভেন্দুর দাবি মেনে তৃণমূলের বেনজির কান্ড বিধানসভায়?
নিউ দিঘা এবং ওল্ড দিঘার সমুদ্র সৈকত লাগোয়া জায়গাগুলিতে প্রশাসনের কর্মীরা বারবার পর্যটকদের সমুদ্র স্নানের ক্ষেত্রে আরও বেশি সতর্ক থাকতে অনুরোধ করছেন।
এদিকে, এবার বদল ঘটল দিঘা যাওয়ার একাধিক ট্রেনের সময়সূচির। 12857 হাওড়া- দিঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস শুক্রবার (২ অগাস্ট) ৬.৪৫ ঘন্টার পরিবর্তে ১০.৩০ টায় হাওড়া থেকে ছেড়ে যাবে। 12858 দিঘা-হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস ১০.৩৫ ঘন্টার পরিবর্তে ১৪.২০ টায় দিঘা থেকে ছাড়বে। 22897 হাওড়া-দিঘা কাণ্ডারি এক্সপ্রেস ২ অগাস্ট ১৪.২৫ ঘন্টার পরিবর্তে ১৮.১০ -এ হাওড়া থেকে ছাড়বে বলে জানিয়েছে রেল।
শালবনী ইস্পাত কারখানা নিয়ে জারি জট জটিলতা, আদালতের কাঠগড়ায় সৌরভ গাঙ্গুলি?