চলতি লোকসভা ভোট নিয়ে আজ সোমবার বড় দাবি করলেন কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। সেইসঙ্গে এদিন শাসক দল তৃণমূল (TMC)-কে তীব্র ভাষায় আক্রমণ করলেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী।
এদিন অধীরের চোখে মুখে দেখা গেল আত্মবিশ্বাসের ছাপ। দলের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী বলেন, “আমরা জিততে চলেছি, এতে কোনও সন্দেহ নেই। আমি ভীষণ আত্মবিশ্বাসী। প্রায় ৪-৫টি জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। আমরাও অভিযোগ দায়ের করতে যাচ্ছি কমিশনে। আমি বিজেপি (BJP) ও তৃণমূলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছি, কোনও ব্যক্তির সঙ্গে নয়। তৃণমূলের উচিত হয়নি ইউসুফ পাঠানকে এখান থেকে মনোনীত করা, এটা অর্থহীন।”
#WATCH | West Bengal: Congress MP and party candidate from Berhampore, Adhir Ranjan Chowdhury says “We are going to win and there is no doubt about that. I am extremely confident. Some isolated incidents have taken place at about 4-5 places. We are also going to file a… pic.twitter.com/TKPDFOgOeB
— ANI (@ANI) May 13, 2024