Adhir Ranjan Chowdhury: ‘তাসের ঘরের মতো ভাঙবে তৃণমূল’, ঘোষণা অধীরের

২৪-এর লোকসভা ভোটের মুখে বাংলায় নতুন করে চমক দিল বাম-কংগ্রেস। আজ রবিবাসরীয় দুপুরে যৌথ সাংবাদিক বৈঠক করল বাম-কংগ্রেস। এদিন সাংবাদিকদের মুখোমুখি হন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং বহরমপুরের বিজেপি প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)।

Advertisements

আজ বিমান বসুকে পাশে বসিয়ে অধীর বললেন, ‘বাংলায় বুথ লুঠ হতে দেবো না।’ অধীর আরও বলেন, ‘বাংলায় সিপিএম-কংগ্রেস একসঙ্গে লড়াই করছে। বাংলাকে দুর্নীতিমুক্ত করতে হবে। বাংলাকে সন্ত্রাসমুক্ত করতে হবে। লোকসভা ভোতে তৃণমূলের কারসাজি চলবে না। বাংলায় তৃণমূলের অত্যাচার চলছে।’

   
Advertisements

এরপরেই আসল বোমাটা ফাটান অধীর। তিনি জানান, ‘তাসের ঘরের মতো ভাঙবে তৃণমূল। লোকসভা ভোটে বাংলায় ভালো ফল করবে বাম-কংগ্রেস।’ উল্লেখ্য, ১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত সাত দফায় ভোট হবে। ফলাফল ঘোষণা করা হবে ৪ জুন।