Adhir Chowdhury: রাহুল গান্ধী প্রধানমন্ত্রী, বিজেপির দিকে মমতা, ভোটের মুখে বিস্ফোরক অধীর

পঞ্চম দফার লোকসভা ভোটের মুখে বড় দাবি করলেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। লোকসভা ভোট (LokSabha Elections 2024) মিটতেই কে হবে…

পঞ্চম দফার লোকসভা ভোটের মুখে বড় দাবি করলেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। লোকসভা ভোট (LokSabha Elections 2024) মিটতেই কে হবে পরবর্তী প্রধানমন্ত্রী? সেই নিয়ে ভবিষ্যতবাণীও করলেন তিনি।

অধীর বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব ভালোভাবে জানেন যে কংগ্রেস-ইন্ডি জোট কেন্দ্রে সরকার গঠন করছে। আমাদের দাবি থাকবে যেন রাহুল গান্ধী আমাদের দেশের প্রধানমন্ত্রী হন।’ ইন্ডি জোট কেন্দ্রে সরকার গঠন করলে তৃণমূলের অবস্থান কী হবে? তা নিয়ে গতকাল বুধবার হুগলির নির্বাচনী প্রচারসভা থেকে বড় মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

   

তিনি জানান, কেন্দ্রে সরকার গঠনে বাইরে থেকে ইন্ডি জোট সমর্থন করবে তৃণমূল। বলেন, ‘আমি দিল্লির কথা বলছি। সেখানে ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে, বাইরে থেকে সমর্থন দিয়ে সরকার গঠন করে দেব আমরা, যাতে বাংলার মা-বোনেদের কোনও অসুবিধা না হয়, ১০০ দিনের কাজের টাকা না আটকায়।’ এই প্রসঙ্গে মমতাকে তীব্র ভাষায় আক্রমণ করেন বিদায়ী সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেছেন, “আমি ওঁকে বিশ্বাস করি না। জোট ছেড়ে পালিয়ে গিয়েছেন তিনি। তিনি বিজেপির দিকেও যেতে পারেন। তারা কংগ্রেস দলকে ধ্বংস করার কথা বলছিল এবং কংগ্রেস ৪০টির বেশি আসন পাবে না কিন্তু এখন তিনি বলছেন যে এর অর্থ কংগ্রেস দল এবং জোট ক্ষমতায় আসছে।”