HomeWest BengalNorth Bengalচোপড়ায় গুলিবিদ্ধ একাধিক, 'খুনি তৃণমূলের আক্রমণ' বললেন অধীর চৌ়ধুরী

চোপড়ায় গুলিবিদ্ধ একাধিক, ‘খুনি তৃণমূলের আক্রমণ’ বললেন অধীর চৌ়ধুরী

- Advertisement -

পঞ্চায়েত ভোটের শেষ মনোনয়নের দিন চলল গুলি। সিপিএম-কংগ্রেস জোটের একাধিক গুলিবিদ্ধ। রক্তাক্ত উত্তর দিনাজপুরের চোপড়া। নিহত এক জন। আরও কয়েকজন গুলিবিদ্ধ গুরুতর জখম। তারা চিকিত্‍সাধীন ইসলামপুর মহকুমা হাসপাতালে।

চোপড়ার পরিস্থিতি নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, “এটা খুনি তৃণমূলের আক্রমণ। এর সূচনা আগেই হয়েছে। এই চোপড়াতেই দশ জন কংগ্রেস নেতাকে অপহরণ করা হয়। একটা স্কুলে আটকে রাখে এই তৃণমূল। পুলিশের মদতে ওরা অপরহরণ করছে।”

   
- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular