Adhir Ranjan Chowdhury: বিজেপির পর এবার কংগ্রেস, সন্দেশখালি নিয়ে বড় দাবি ‘হাত’ শিবিরের

বিজেপির পর এবার কংগ্রেস (Congress), সন্দেশখালি নিয়ে এবার বড় সিদ্ধান্তের পথে হাঁটতে চলেছে ‘হাত’ শিবির। কার্যত এমনই হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর…

Adhir Ranjan Chowdhury

বিজেপির পর এবার কংগ্রেস (Congress), সন্দেশখালি নিয়ে এবার বড় সিদ্ধান্তের পথে হাঁটতে চলেছে ‘হাত’ শিবির। কার্যত এমনই হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)।

সন্দেশখালিতে (Sandeshkhali) যে তাণ্ডব শুরু হয়েছে, তা বন্ধ হওয়ার যেন নাইম নিচ্ছে না। আজ যেমন সন্দেশখালিতে পৌঁছনোর আগেই থামিয়ে দেওয়া হয়েছে বিজেপির তরফে তৈরি কমিটিকে। শুক্রবার বিজেপির বিশেষ কমিটি সন্দেশখালি যাচ্ছিল। যদিও ১৪৪ ধারা উল্লেখ করে সকলকে আটকে দেয় পুলিশ।। প্রসঙ্গত, বুধবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এখানে মহিলাদের সঙ্গে যৌন হেনস্থা ও হিংসার ঘটনার তদন্তে ছয় সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছেন।

আজ সন্দেশখালিতে বিজেপির টিমের সঙ্গে তুমুল বচসা শুরু হয় পুলিশের বলে খবর। এরই মাঝে এবার বিস্ফোরক দাবি করে শোরগোল ফেলে দিলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তিনি জানান, ‘আমরা সন্দেশখালি যাওয়ার চেষ্টা করবো। এটা আমাদের অধিকার।’ এদিকে বিজেপির পর কংগ্রেসের সেখানে যাওয়া নিয়ে ফের এজবার নতুন করে অশান্তির আশঙ্কা করছে বিশিষ্ট মহল।

Advertisements

সন্দেশখালি সফরে আসা প্রতিনিধি দলের সদস্য কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, “পশ্চিমবঙ্গে সব ভুল হচ্ছে। এখানে নারীদের সঙ্গে যে আচরণ করা হয় তাতে আমরা লজ্জিত। পুলিশ অপরাধী ও গুন্ডাদের নিরাপত্তা দিচ্ছে। আমরা চাই বার্তাগুলো খালি হয়ে যাক এবং ভুক্তভোগীদের সাথে দেখা করুক, কিন্তু পুলিশ বলছে যে তাদের উপর থেকে আদেশ রয়েছে আমাদের যেতে না দিতে।”