Sandeshkhali: সন্দেশখালির ঘটনা দুর্ভাগ্যজনক, বললেন রুদ্রপ্রসাদ

Actor Rudraprasad Sengupta Expresses Concerns and Thoughts on Sandeshkhali Incident

বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনামে সন্দেশখালি (Sandeshkhali)। রাস্তায় বেরিয়ে এসেছেন সেখানকার মহিলারা। অশান্ত এই পরিবেশ নিয়ে উদ্বিগ্ন অনেকেই। বাংলার সীমানা ছাড়িয়ে এখন সন্দেশখালির খবর পৌঁছে গিয়েছে দেশের সর্বত্র। যদিও এই নিয়ে সরকার-বিরোধীপক্ষের তরজা লেগেই রয়েছে। সাধারণ মানুষ বলছে এই অরাজকতা কাম্য নয়। অবশেষে ৫৫ দিন পর গতকাল গ্রেফতার হয়েছেন শেখ শাহজাহান।

Advertisements

সন্দেশখালি নিয়ে চিন্তিত বাংলার বিদ্বজ্জনেরা। ইতিমধ্যে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। ইতিমধ্যেই রঞ্জিত মল্লিক, কমলেশ্বর মুখোপাধ্যায়, অনীক দত্ত, বাদশা মৈত্র-সহ সিনে দুনিয়ার আরও অনেকেই মুখ খুলেছেন। এবার মৌনতা ভাঙলেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত।

প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব রুদ্রপ্রসাদ সেনগুপ্ত এক সংবাদ মাধ্যমে সন্দেশখালির ঘটনার করা সমালোচনা করেন। সন্দেশখালির ঘটনা দুর্ভাগ্যজনক’। তিনি আরও বলেন, ‘যদি একটু দাপট দেখিয়ে পয়সা জোগাড় করা যায়, তাহলে আর একটু দাপট দেখিয়ে মেয়েদের কেন জোগাড় করা যাবে না? এরকমই একটি পরিস্থিতি তৈরি হয়েছে সন্দেশখালিতে।’

Advertisements

সন্দেশখালির ঘটনার জেরে উত্তপ্ত গোটা বাংলা। সম্প্রতি বাদশা মৈত্র, দেবদূত ঘোষ-সহ বাম ঘেঁষা বিদ্বজ্জনেদের একাংশ সন্দেশখালি পরিদর্শনে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে কলকাতা প্রেসক্লাবে একটি সভা করে তাঁদের অভিজ্ঞতার কথা জানান তাঁরা। ওয়াকিবহল মহলের মতে, আগামীদিনে আরও অনেককেই মৌনতা ভেঙে প্রতিবাদ করতে দেখা যাবে।