East Bengal: সত্যি হল অভিযোগ, অনূর্ধ্ব ১৭ যুব লিগ থেকে বহিস্কার লাল-হলুদ

ডিসেম্বরের মাঝামাঝি সময় পড়শি ক্লাব মোহনবাগান সুপারজায়ান্টস দলের বিপক্ষে ইয়ুথ লিগের ম্যাচ খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal)। ৪-০ গোলের ব্যবধানে সবুজ-মেরুনের বিপক্ষে সেই ম্যাচ…

East Bengal Triumphs Over Mohammedan SC

ডিসেম্বরের মাঝামাঝি সময় পড়শি ক্লাব মোহনবাগান সুপারজায়ান্টস দলের বিপক্ষে ইয়ুথ লিগের ম্যাচ খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal)। ৪-০ গোলের ব্যবধানে সবুজ-মেরুনের বিপক্ষে সেই ম্যাচ জিতেছিল মশাল ব্রিগেড। তারপর সাংবাদিক বৈঠক করে বিষ্ফোরক অভিযোগ তুলেছিলেন বাগান কোচ বাস্তব রায়।

তার কথায় বয়স ভাঁড়িয়ে নাকি খেলোয়াড় নামিয়েছে দল। এমনকি তার আগে ও নাকি ময়দানের আরেক প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে খেলেছিল সেই ফুটবলার। যার জন্য পরবর্তীতে শাস্তি ও পেতে হয়েছিল দলের এক ফুটবলারকে। তবে এবার বহিষ্কার হল লাল-হলুদ দল।

উল্লেখ্য, এই বয়স ভাঁড়ানোর অভিযোগ নিয়ে কয়েক মাস ধরেই সরগরম ছিল দেশীয় ক্লাব ফুটবল। অবশেষে আজ কিছু ঘন্টা আগেই এই ইস্যু নিয়ে চরম সিদ্ধান্ত নিল ভারতীয় ফুটবল ফেডারেশন। তাদের তরফ থেকে একটি চিঠি দিয়ে জানানো হয়, অধিক বয়সী একজন খেলোয়াড়কে খেলানোর অভিযোগের দরুন এবারের এই ইয়ুথ লিগে কোনো ম্যাচ খেলতে পারবে না ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। তারফলে, মোহনবাগান সুপারজায়ান্টস দলের সঙ্গে পরবর্তী রাউন্ডে খেলার সুযোগ পাবে ময়দানের আরেক দাপুটে ফুটবল ক্লাব ইউনাইটেড স্পোর্টস ক্লাব।

তবে ইস্টবেঙ্গল ক্লাবকে কোনও রকমের আর্থিক জরিমানা করা হয়নি। যদিও এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি লাল-হলুদের তরফ থেকে।