তৃণমূল সাংসদ দেবের নাম ভাঙিয়ে কাটমানি (cut money scam) নিচ্ছেন তৃণমূলের নীচুস্তরের নেতারা। অভিযোগ করলেন দেব ওরফে দীপক অধিকারীর (TMC MP Dev) জ্যাঠাতুতো ভাই বিক্রম অধিকারী। যা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এবার তা নিয়ে মুখ খুললেন বিজেপি বিধায়ক তথা অভিনেতা হীরণ চট্টোপাধ্যায় (Actor Hiran Chatterjee)৷
পঞ্চায়েত নির্বাচনের আগে সমস্ত তৃণমূল নেতাদের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে৷ যা নিয়ে সরব হয়েছে বিরোধী দলগুলি। দেবের নাম জড়াতেই সরব হয়েছেন তাঁর সতীর্থ হীরণ। অভিনেতার দাবি, সমস্ত সরকারি প্রকল্পে ৩০ শতাংশ কাটমানি নিয়েছেন ঘাটালের সাংসদ দেব। শুধু তাই নয়, কয়েকজন এজেন্ট ছেড়ে রেখেছেন বলেও অভিযোগ করেন হিরণ।
প্রসঙ্গত, দীপক অধিকারীর জ্যাঠাতুতো ভাই বিক্রম অধিকারী অভিযোগ করেন, ২০১৬ সালে সরকারি আবাস যোজনায় বাড়ির অনুদান পাওয়ার পর সেই টাকা তুলে দিয়ে হয় স্থানীয় তৃণমূল নেতৃত্বের হাতে। ফলে সেই সময় আর বাড়ি করা হয়ে ওঠেনি৷ এমনকি এবিষয়ে মন্ত্রী অ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি৷ কিন্তু মেলেনি কোনও সুরাহা৷
একইসঙ্গে তাঁর অভিযোগ, আমাকে সামনে বসিয়ে রেখে দেবের ভাই বলে পরিচয় দিয়ে মোটা অঙ্কের টাকা নিয়ে বিভিন্ন বিবাদের সমঝোতা করছেন স্থানীয় তৃণমূল নেতারা। দেবের ভাই বলে আমাকে সামনে রেখে রাজনৈতিক ব্যবসা করছেন তৃণমূল নেতারা৷ তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি।
এর আগেও একাধিক ইস্যুতে দেবের বিরুদ্ধে সরব হয়েছেন হিরণ৷ দেবের বিরুদ্ধে এই অভিযোগ উঠতেই সরব হয়েছে তৃণমূল। দেব ফোবিয়ায় ভুগছেন হিরণ৷ বক্তব্য তৃণমূল নেতা অজিত মাইতি।