Birbhum: মাড়গ্রামে দুই তৃণমূল খুনের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার

বীরভূম (Birbhum) জেলার মোড়গ্রামে বোমা বিস্ফোরণে দুই তৃণমূল কর্মীকে (TMC leader) খুনের ঘটনায় অভিযুক্ত আয়নাল শেখকে গ্রেফতার করল পুলিশ৷

মাড়গ্রামে মৃত তৃণমূল কর্মীদের বাড়িতে শতাব্দী! পরিবারকে সরকারি চাকরির আশ্বাস সাংসদের

বীরভূম (Birbhum) জেলার মোড়গ্রামে বোমা বিস্ফোরণে দুই তৃণমূল কর্মীকে (TMC leader) খুনের ঘটনায় অভিযুক্ত আয়নাল শেখকে গ্রেফতার করল পুলিশ৷ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় মাড়গ্রাম থানার পুলিশ৷ ঘটনাকে ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।

প্রসঙ্গেত, ৫ তারিখ মাড়গ্রামে ব্যাপক বোমাবাজির অভিযোগ ওঠে। সেদিনের ঘটনায় মারাত্মকভাবে আহত হন ওই এলাকার পঞ্চায়েত প্রধানের ভাই লাল্টু শেখ ও নিউটন শেখ। ঘটনার রাতেই মৃত্যু হয় তৃণমূল নেতা নিউটন শেখের। আশঙ্কাজনক অবস্থায় লাল্টু শেখকে কলকাতা এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু শেষরক্ষা সম্ভব হয়নি। ৬ তারিখ মৃত্যু হয় লাল্টু শেখের।

ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে তোলপাড় পড়ে যায়। গ্রামবাসীদের তরফে অভিযোগ, অভিযুক্ত আয়নাল শেখ প্রথমে কংগ্রেসে ছিলেন, পরে তৃণমূলে যোগদান করেন। কিন্তু পঞ্চায়েতের প্রধান না হতে পারাতেই একটা ক্ষোভ ছিল। জানা যাচ্ছে, মাড়গ্রাম ১ ও ২ নম্বর ব্লক আগে কংগ্রেসেরই দখলে ছিল। পরে সেটি তৃণমূলের দখলে নেয়। কিন্তু পঞ্চায়েত প্রধান হতে পারেনি আয়নাল তাই বোমাবাজি ঘটনা ঘটিয়েছে সে। এমনকি নিহতদের পরিবারের তরফে আয়নাল ও জাহিরের বিরুদ্ধে অভিযোগ ওঠে৷

পঞ্চায়েত নির্বাচনের আগে আরও একবার বীরভূমের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। জেলার পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে সরিয়ে দেওয়া হয়৷ ভাস্বর মুখ্যোপাধ্যায়। আয়নালের গ্রেফতারের পর শুরু হয়েছে রুটমার্চ। থমথমে গোটা এলাকা।