ভোরে সংঘর্ষ আর বেলা বাড়তে পঞ্চায়েত ভোটে খুনের ঘটনায় (Trinamool Supporter Murder) কূটনৈতিক বিতর্ক চড়তে শুরু করল। কোচবিহারের দিনহাটার ১ নম্বর ব্লকের গীতালদহ ১ নম্বর পঞ্চায়েতে টিএমসি সমর্থককে গুলি করে খুন করা হয়েছে। একাধিক গুলিবিদ্ধ।
এই ঘটনায় কোচবিহারের সাংসদ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে নিশানা করেছেন সিতাইয়ের টিএমসি বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়া। তাঁর দাবি, গতকাল দক্ষিণ আফ্রিকা থেকে ভেটাগুড়িতে নিজের বাড়িতে ফিরেই বিজেপি কর্মীদের উস্কানি দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিক।
গীতালদহে গুলি করে টিএমসি কর্মীকে খুনের আগে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর একটি ফেসবুকে পোস্ট ঘিরে তৈরি হয় নতুন বিতর্ক ছড়িয়েছে। নিজের বিধানসভা কেন্দ্রে দিনহাটা ২ নম্বর ব্লকে ১২টি গ্রাম পঞ্চায়েতকেই বিরোধী শূন্য করার ডাক দিয়েছেন উদয়ন গুহ। বিরোধী শূন্য ব্লক চাই, ফেসবুকে লেখেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী।
তিনি বলেন, যেখানে গুলি চলেছে ওই এলাকা বাংলাদেশের একেবারে লাগোয়া। সেখানে বিএসএফের নিয়ন্ত্রন আছে। বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে দুষ্কৃতিরা কী করে এলো তার দায় বিএসএফকে নিতে হবে।
সোমবার কোচবিহারে পঞ্চায়েত ভোটের জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন ভোটের দিন বিএসএফ ভয় দেখাবে। আর সীমান্ত এলাকায় গুলি করে খুনের ঘটনায় বাংলাদেশ থেকে খুনিরা ঢুকেছিল দাবিতে বি়এসএফের দিকেও অভিযোগের আঙুল উঠছে।