বাংলায় ঘাসফুলের ঝড়, মমতার বাড়িতে ‘আত্মবিশ্বাসী’ অভিষেক

   বাংলার ৪২টির মধ্যে ৩১টিতেই এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। গণনা এগোতেই এই প্রবনতা সামনে আসে। তারপরই সবুজ আবির কেলায় মেতে ওঠেন তৃণমূল কর্মী, সমর্থকরা। শুরু…

Abhishek Byanerjee arrived at Mamata-s house in Kalighat house as soon as TMC-s big victory assured , মমতার বাড়িতে অভিষেক
  

বাংলার ৪২টির মধ্যে ৩১টিতেই এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। গণনা এগোতেই এই প্রবনতা সামনে আসে। তারপরই সবুজ আবির কেলায় মেতে ওঠেন তৃণমূল কর্মী, সমর্থকরা। শুরু হয় উচ্ছ্বাস। দুপুরের মধ্যে উচ্ছ্বসিত দলীয় কর্মী, সমর্থকরা পৌঁছে যান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির কাছে। বেলা সওয়া একটা নাগাদ মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকতে দেখা যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও।

মুখ্যমন্ত্রীর বাড়ির গলিতে প্রবেশের মুখে এ দিন অপেক্ষা করছিলেন সাংবাদিকরা। তাঁদের দেখেই অভিষেক বন্দ্যোপাধ্যায় হাসিমুখে ভিকট্রি সাইন দেখান। ইঙ্গিতে বুঝিয়ে দিলেন, গেরুয়া হাওয়ার বেগ থামিয়ে বঙ্গে ঘাসফুলের ঝড় বওয়ায় চূড়ান্ত আত্মবিশ্বাসী তৃণমূল ‘সেনাপতি’।

   

‘রবিনহুড’ অধীরকে পিছনে ফেলে ‘নবাব রাজ্য’ বহরমপুরে এগিয়ে তৃণমূলের ইউসুফ

সূত্রের খবর, মমতার কাছে আশীর্বাদ নিয়েই লোকসভা ফল পর্যালোচনা সংক্রান্ত আলোচনায় বসেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেক নিজেও ডায়মন্ড হারবার কেন্দ্রের প্রার্থী, সপ্তম দফা গণনা শেষের পর চার লক্ষের বেশি ভোটে এগিয়ে তিনি।

তৃণমূল সূত্রে খবর, লোকসভা ভোটের পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ হতে হতে মঙ্গলবার সন্ধে হয়ে যেতে পারে। এরপর বুধবার দলের জয়ী প্রার্থীদের বৈঠকে ডাকতে পারেন তৃণমূল সুপ্রিমো। সেখানেই নির্বাচিত সাংসদদের দলীয় নীতির কথা তুলে ধরতে পারেন তৃণমূল সুপ্রিমো।