ব্যাকফুটে নরেন্দ্র মোদী! ১২০,৩৭৩ ভোটে এগিয়ে গেলেন রাহুল

বেলা বাড়তেই দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যাচ্ছে রীতিমতো। কোনো কেন্দ্রে বিজেপি এগোচ্ছে তো আবার কোনো কেন্দ্রে এগোচ্ছে কংগ্রেস নয়তো ইন্ডি জোট।…

বেলা বাড়তেই দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যাচ্ছে রীতিমতো। কোনো কেন্দ্রে বিজেপি এগোচ্ছে তো আবার কোনো কেন্দ্রে এগোচ্ছে কংগ্রেস নয়তো ইন্ডি জোট। তবে এখনো অবধি নির্বাচন কমিশনের তরফে দেওয়া যা তথ্য উঠে আসছে সেটা অনুযায়ী রায়বরেলির কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধীর (Rahul Gandhi) থেকে বারাণসীর বিজেপি প্রার্থী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) অনেকটাই পিছিয়ে। এই দুই হেভিওয়েটের মধ্যে ভোটের ব্যবধান ১২০,৩৭৩! হ্যাঁ ঠিকই শুনেছেন।

   

একদিকে যেখানে বারাণসী কেন্দ্রে এখনো অবধি মোদীর প্রাপ্ত ভোট ৪৬৮৫৪৫। কংগ্রেস প্রার্থীর থেকে ৩৪০৯৬১ ভোটে এগিয়ে রয়েছেন। কংগ্রেস মনোনীত লোকসভার প্রার্থী অজয় রাইয়ের প্রাপ্ত ভোট ৩৪০৯৬১। অন্যদিকে রাহুল গান্ধী এগিয়ে রয়েছেন ২৪৭৯৫৭ ভোটে। সেখানে মোদীর সঙ্গে তুলনা করলে রাহুল গান্ধী ২৪৭৯৫৭+১২৭৫৮৪=১২০৩৭৩। ভোটে এগিয়ে রয়েছে। এখনো অবধি রাহুলের প্রাপ্ত ভোট হল ৪৫১৭৮৩।

২০২৪-এর লোকসভা নির্বাচনের ভোট গণনা চলছে। প্রাথমিক প্রবণতায়, বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) সহজেই সংখ্যাগরিষ্ঠতার সীমা অতিক্রম করেছে এবং বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট ইন্ডিয়া ব্লকও প্রত্যাবর্তনের আশা করছে। এখনও পর্যন্ত ২৭২টির বেশি আসনে এগিয়ে রয়েছে ইন্ডি ব্লক। বিরোধীদের দাবি, তারা ২৯৫টি আসন পাবে। অন্যদিকে এনডিএ-র ঝুলিতে ২৯৯।