গৌড়বঙ্গ সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ইটাহারকে ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ

Abhishek Banerjee Tour Intensifies Political Activity in Itahar
Abhishek Banerjee Tour Intensifies Political Activity in Itahar

আজ গৌড়বঙ্গ সফরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এই সফরকে ঘিরে উত্তরবঙ্গের রাজনৈতিক মহলে তৎপরতা তুঙ্গে। একাধিক কর্মসূচি নিয়ে সাজানো হয়েছে তাঁর দিনের সূচি, যার মূল কেন্দ্রবিন্দু ইটাহার, বালুরঘাট, তপন ও মালদহ।

সূত্রের খবর, আজ সকালে কলকাতা থেকে হেলিকপ্টারেই ইটাহারের উদ্দেশে রওনা দেওয়ার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের  (Abhishek Banerjee)। ইটাহারে পৌঁছে তিনি একটি রোড শো করবেন। এই রোড শোকে কেন্দ্র করে তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গিয়েছে। দলের পক্ষ থেকে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। রোড শোর মাধ্যমে স্থানীয় মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ গড়ে তোলাই অভিষেকের মূল লক্ষ্য বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে এই রোড শোকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

   

ইটাহারের রোড শো শেষ করার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) যাবেন বালুরঘাটে। সেখানে তিনি এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। এই ঘটনা ঘিরে এলাকায় দীর্ঘদিন ধরেই আতঙ্ক ও ক্ষোভ রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোর বার্তা দিতেই তাঁর এই সফর বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে। পরিবারগুলির সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শোনার পাশাপাশি প্রশাসনিক স্তরে প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়েও আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে। বালুরঘাটের কর্মসূচি শেষ করে অভিষেকের পরবর্তী গন্তব্য তপন। সেখানে তিনি পরিযায়ী শ্রমিকদের সঙ্গে সাক্ষাৎ করবেন। কাজের সন্ধানে ভিনরাজ্যে গিয়ে নানা সমস্যার মুখোমুখি হওয়া পরিযায়ী শ্রমিকদের দুর্দশা নিয়ে দীর্ঘদিন ধরেই সরব তৃণমূল। তপনে তাঁদের সঙ্গে কথা বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সরাসরি বাস্তব অভিজ্ঞতা জানার চেষ্টা করবেন বলে দলীয় সূত্রের খবর। পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প ও সহায়তার বিষয়েও তাঁদের অবহিত করা হতে পারে।

দিনের শেষ ভাগে উত্তরবঙ্গের বিধায়কদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে সংগঠন সংক্রান্ত নানা বিষয়, সাংগঠনিক শক্তিবৃদ্ধি এবং আগামী দিনের রাজনৈতিক কৌশল নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে তৃণমূলের সংগঠনকে আরও মজবুত করতে এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল।

এদিকে, আজকের এই ব্যস্ত কর্মসূচির পর বৃহস্পতিবার মালদহে একটি জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মালদহের এই জনসভাকে ঘিরেও দলের মধ্যে প্রস্তুতি তুঙ্গে। উত্তরবঙ্গে তৃণমূলের জনভিত্তি আরও শক্ত করতে অভিষেকের এই ধারাবাহিক সফর গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে দলের নেতৃত্বের ধারণা।

 

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন