‘মর্নিং ওয়াক করা দাদা পার্কে থাক ‘ বেলদায় দিলীপ ঘোষকে আক্রমণ অভিষেকের

আজ দিলীপ ঘোষের গড়ে জনগর্জন সভা করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি। মেদিনীপুরে তৃণমূল প্রার্থী জুন মালিয়ার সমর্থনে এদিন বেলদা স্টেডিয়াম মাঠে সভা করেন…

Abhishek Banerjee slams Dilip Ghosh

short-samachar

আজ দিলীপ ঘোষের গড়ে জনগর্জন সভা করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি। মেদিনীপুরে তৃণমূল প্রার্থী জুন মালিয়ার সমর্থনে এদিন বেলদা স্টেডিয়াম মাঠে সভা করেন অভিষেক। মেদিনীপুরে এই লোকসভা কেন্দ্রে ২০১৯ থেকে সাংসদ বিজেপির দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সেখানেই দিলীপ ঘোষকে আক্রমণ শানান অভিষেক। অভিষেকের কটাক্ষ, ‘মর্নিং ওয়াক করা কাজ।’ যিনি শুধুই মর্নি ওয়াক করেন তাঁকে সাংসদ নির্বাচিত করবেন? প্রশ্ন তৃণমূল সেনাপতির।

   

শুধু তাই নয়, এলাকায় দিলীপ ঘোষ কোনো পরিষেবায় দেননি বিগত ৫ বছরে বলেই দাবি অভিষেকের। তাঁর কথায়, বিদায়ী সাংসদ ৭ বিধানসভা কেন্দ্রতে একটাও উন্নয়নমূলক বৈঠক করেছেন? মেদিনীপুরে বাসীর কাছে জানতে চান অভিষেক। যদি কাজ হয়ে থাকে তাহলে তৃণমূল একটাও ভোট চাইবে না বলেও জানিয়ে দেন অভিষেক।

শুক্রবারই দিল্লিতে সদর দফতরে বিজেপিতে
যোগ দিয়েছেন দিব্যেন্দু অধিকারী ও অর্জুন সিং। সে বিষয়েও বিজেপিকে কটাক্ষ করতে ভোলেননি অভিষেক। তাঁর কথায়, ” আমরা ত্যাগ করছি, বিজেপি গ্রহণ করছে।”

এদিনের জনসভায় মেদিনীপুর বাসীকে ঘর করে দেবার আশ্বাস দিয়ে আসেন অভিষেক। তাঁর দাবি, তৃণমূল সরকার বাড়ি দেবে, শুধু পাশে থাকুন ‘।