Dol Purnima: দোল পূর্ণিমার দিনই চন্দ্রগ্রহণ, নির্ঘন্ট জেনে করুন পুজোর প্রস্তুতি

২০২৪ সালের দোল পূর্ণিমার (Dol Purnima) সঙ্গে এই বছর রয়েছে এক মহাজাগতিক ঘটনার যোগ। চলতি বছরের প্রথম চন্দ্রগ্রহণ হবে দোল পূর্ণিমায়। মাঘী পূর্ণিমার পরের আসন্ন…

২০২৪ সালের দোল পূর্ণিমার (Dol Purnima) সঙ্গে এই বছর রয়েছে এক মহাজাগতিক ঘটনার যোগ। চলতি বছরের প্রথম চন্দ্রগ্রহণ হবে দোল পূর্ণিমায়। মাঘী পূর্ণিমার পরের আসন্ন পূর্ণিমা বিশেষভাবে পালিত হতে চলেছে। এই পূর্ণিমায় পড়ছে দোল ও চন্দ্রগ্রহণ।

দেখে নিন তারিখ, তিথি-
জ্যোতিষশাস্ত্র বলছে, আগামী ২৫ মার্চ লাগবে চন্দ্রগ্রহণ। দোল পূর্ণিমার মধ্যেই পড়েছে চন্দ্রগ্রহণের সময়কাল। ২৫ মার্চ চন্দ্রগ্রহণের সময় শুরু হবে সকাল ১০ টা ২৩ মিনিটে। গ্রহণ ছাড়বে বিকেল ৩ টে ০২ মিনিটে। বছরের এই প্রথম চন্দ্রগ্রহণ ৪ ঘণ্টা ৩৬ মিনিট ধরে হবে।  শাস্ত্র মতে বলা হচ্ছে, দোল পূর্ণিমার মধ্যে এই চন্দ্রগ্রহণ পড়লেও, তার সুতককাল থাকবে না। কারণ এই গ্রহণ ভারত থেকে দেখা যাবে না। ফলে হোলির সময়ের চন্দ্রগ্রহণে থাকবে না কোনও সূতককাল।জ্যোতিষীদের মতে গ্রহণের আগের সময়কে সূতক বলা হয়। সূতকের কারণে ওই সময়ে কোনও শুভ কাজ হয় না।

   

আগামী ২৫ মার্চ সারা দেশে পালিত হবে দোলযাত্রা। সেই দিন সকাল থেকেই চারিদিকে রঙ রঙে উদযাপন হবে দোল। তার আগের দিন বাংলা মেতে উঠতে শুরু করবে বসন্ত উৎসব ঘিরে। এছাড়াও বাঙালির চেনা ঐতিহ্যের অন্যতম নেড়াপোড়াও আয়োজিত হবে দোলের আগে।

দোল পূর্ণিমার তিথি ২০২৪ সালে পড়ছে রবিবার। ২৪ মার্চ দোল পূর্ণিমা পড়বে সকাল ৯ টা ৫৪ মিনিট থেকে, পূর্ণিমা থাকবে পরের দিন অর্থাৎ ২৫ মার্চ বেলা ১২ টা ২৯ মিনিট পর্যন্ত। উদয়া তিথি অনুসারে দোল পূর্ণিমা পালিত হবে ২৫ মার্চ।

পূর্ণিমার মাঝেই চন্দ্রগ্রহণ
২৪ মার্চ সকাল ৯ টা ৫৪  মিনিট থেকে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে। পরের দিন ২৫ মার্চ চন্দ্রগ্রহণ রয়েছে  সকাল ১০ টা ২৩ মিনিট থেকে। আর পূর্ণিমা তিথি শেষ হচ্ছে বেলা ১২ টা ২৯ মিনিটে। ফলে দোল পূর্ণিমা তিথির মধ্যেই পড়ছে চন্দ্রগ্রহণ।