তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) দলীয় কর্মীদের জন্য কড়া বার্তা দিলেন। অভিষেকের বক্তব্য(Abhishek Banerjee) , ‘‘দল বড় হলে গোষ্ঠীদ্বন্দ্ব হবে, কিন্তু কেউ দলের শৃঙ্খলা ভঙ্গ করে দলকে দুর্বল করার চেষ্টা করলে রেয়াত করা হবে না।’’ তিনি দলের নেতা-কর্মীদের সতর্ক করে দিয়ে বলেন, ‘‘একই ভুল সিপিএম করত, আগামী দিনে তৃণমূলের যারা এই ভুল করবে তাদের জন্য বিপদ অপেক্ষা করছে।’’
মালদায় দলের কর্মী ও নেতা খুনের পর দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে প্রশ্ন করা হলে অভিষেক বলেন, ‘‘যখন দল বড় হয়, তখন মতানৈক্য ও মতভেদের ঘটনা ঘটতে পারে। কিন্তু যদি কেউ দলের শৃঙ্খল ভঙ্গ করে দলকে দুর্বল করার চেষ্টা করে, তাহলে তার শাস্তি পেতেই হবে।’’ অভিষেক আরও বলেন, ‘‘দলের শৃঙ্খলা মেনে চলতে হবে। আমি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েও শৃঙ্খলাবদ্ধভাবে কাজ করি।’’
তিনি বলেন, ‘‘দলীয় কর্মী হিসেবে প্রতিটি মানুষের শৃঙ্খলা মেনে চলা জরুরি। যে কেউ মনে করেন, তারা দলের থেকে ঊর্ধ্বে, তাদের জন্য তৃণমূলের দরজা বন্ধ হয়ে যাবে।’’ অভিষেক অভিযোগ করেন, ‘‘অনেকেই নিজেদের ক্ষমতার বলয়ে থেকেও মনে করেন, তারা দল চালাচ্ছেন। কিন্তু এর ফল ভালো হবে না। বিজেপি, সিপিএম এবং কংগ্রেসে যারা এমনটা করেছিল, তাদের উদাহরণ আমরা দেখেছি।’’
এদিন তিনি আরও বলেন, ‘‘তৃণমূল মানুষের দল, আমাদের উদ্দেশ্য শুধু মানুষের কল্যাণ করা। গত কয়েক বছরে আমরা মানুষকে প্রতিশ্রুতি দিয়েছি। তাই, কর্মীদের লক্ষ্য রাখতে হবে যেন তাদের কার্যকলাপ মানুষের জন্য হয়, নিজেদের স্বার্থে নয়।’’
অভিষেক বন্দ্যোপাধ্যায় মালদায় ঘটা দু’টি খুনের ঘটনায় বলেন, ‘‘মালদায় পর পর ঘটনা ঘটেছে, কিন্তু তাদের কোনও রেয়াত করা হবে না। যারা গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এই ঘটনা ঘটিয়েছে, তারা শাস্তি পাবে।’’ তিনি বলেন, ‘‘মেদিনীপুরে প্রসূতি মৃত্যুর ঘটনায়ও দায়িত্ব নেওয়া হবে। এমন ঘটনা যেন আর না ঘটে, তার জন্য পদক্ষেপ করা হবে।’’
তিনি বলেন, ‘‘আমরা জনগণের সেবক, আমাদের কাজের লক্ষ্য হওয়া উচিত মানুষের উপকারিতা। তৃণমূল দলের নেতা-কর্মীদের মধ্যে এমন চিন্তা ভাবনা থাকতে হবে।’’ অভিষেক আরও বলেন, ‘‘এই সেবাশ্রমের কাজ তৃণমূল দলের দায়বদ্ধতা। বিজেপি বা কংগ্রেসের মতো দলের তুলনায় তৃণমূল মানুষের পাশে দাঁড়াতে সবসময় প্রস্তুত থাকে।’’
শেষে অভিষেক বলেন, ‘‘যে সব নেতারা দলের শৃঙ্খলা ভঙ্গ করছেন, তাদের জন্য তৃণমূলের দরজা বন্ধ হয়ে যাবে।’’