বাংলাদেশের সঙ্গে ৫ রাজ্যের সীমান্ত, SIR কেন শুধু বাংলায়? প্রশ্ন তুললেন অভিষেক

Abhishek Banerjee on SIR

কলকাতা: বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে Special Summary Revision (SIR) নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মঙ্গলবার দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে নির্বাচন কমিশন জানায়, ১ নভেম্বর থেকে বাংলাসহ ১২টি রাজ্যে শুরু হচ্ছে দ্বিতীয় দফার SIR। কিন্তু সেই তালিকায় অসমের নাম না থাকায় তীব্র প্রশ্ন তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisements

প্রকৃত লক্ষ্য অন্য কিছু

অভিষেকের অভিযোগ, “আগে ভোটাররা ভোট দিয়ে সরকার নির্বাচন করত। আর এখন সরকার ঠিক করছে, কারা ভোট দেবে।” তাঁর দাবি, ভোটার তালিকা ‘ত্রুটিমুক্ত’ করার নাম করে প্রকৃত লক্ষ্য অন্য কিছু। অভিষেকের কটাক্ষ, “SIR করে লক্ষ্য তালিকা সংশোধন নয়, ভোটে জেতা নিশ্চিত করা। যদি ভোটার লিস্টে ত্রুটি থেকেই যায়, তাহলে লোকসভা অবিলম্বে ভেঙে দেওয়া হোক।”

   

অভিষেকের হুঁশিয়ারি, “একটা বৈধ ভোটার বাদ গেলে, এক লক্ষ মানুষ কমিশন ঘেরাও করবে।” তিনি আরও বলেন, “২০০২ সালের SIR শেষ হতে দুই বছর লেগেছিল, আর এখন বলা হচ্ছে দু’‌মাসেই সব শেষ হবে! আগামী বছর যেসব রাজ্যে ভোট আছে, সেখানে SIR হচ্ছে— কিন্তু কৌশলে বাদ দেওয়া হয়েছে অসমকে, কারণ সেখানে বিজেপি ক্ষমতায়।”

কেন বাদ অসম? Abhishek Banerjee on SIR

অসমকে বাদ দেওয়া নিয়েই অভিষেকের আক্রমণ তীব্র। তাঁর প্রশ্ন, “কমিশনের কোন নিয়মে লেখা আছে যে এক রাজ্যে SIR হবে, আরেক রাজ্যে হবে না? এক দেশ, এক নির্বাচন— সেই গল্প এখন কোথায় গেল?”

Advertisements

বাংলাদেশ সীমান্ত প্রসঙ্গেও সরাসরি যুক্তি দেন তৃণমূল নেতা। তিনি বলেন, “বাংলাদেশের সঙ্গে পাঁচটি রাজ্যের সীমান্ত— পশ্চিমবঙ্গ, মেঘালয়, অসম, মিজোরাম ও ত্রিপুরা। কিন্তু SIR হচ্ছে শুধু বাংলায়। তাহলে যুক্তিটা কী? ত্রিপুরা থেকে বাংলাদেশি ধরা পড়ছে, অসমে রোহিঙ্গা ধরা পড়ছে, কিন্তু মায়ানমারের সঙ্গে সীমান্ত না থাকা সত্ত্বেও রোহিঙ্গা ইস্যু তুলে আঙুল তোলা হচ্ছে বাংলার দিকে। এটা কিসের রাজনীতি?”

বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ

বিধানসভা ভোটকে সামনে রেখে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জও ছুঁড়ে দিয়েছেন অভিষেক। তাঁর ঘোষণা, “চ্যালেঞ্জ করছি, গতবারের চেয়ে এক আসন বেশি পাব, বিজেপিকে নামাব ৫০-এর নিচে। আদালতের নির্দেশ না মানলে আদালতে যাব, রাজনৈতিক লড়াইও করব। আর বিজেপি যদি সত্যিই সাহসী হয়, তবে আন্ডারটেকিং দিয়ে বলুক, হেরে গেলে রাজ্যের বকেয়া ২ লক্ষ কোটি টাকা ফেরত দেবে।”

নির্বাচন কমিশনের নয়া নির্দেশিকা ও অভিষেকের পাল্টা আক্রমণ, দুয়ের সংঘাতে SIR-কে ঘিরে রাজ্যে শুরু হয়েছে নতুন রাজনৈতিক মেরুকরণের অধ্যায়।