Jalpaiguri: বিপর্যয়স্থল থেকে সুকান্তসহ বিজেপি নেতাদের তুলোধোনা করলেন অভিষেক

জলপাইগুড়ি (Jalpaiguri),আলিপুরদুয়ার ও কোচবিহারের বিপর্যয়ের পর মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ফোন করেন বাংলার মুখ্যমন্ত্রীকে। বিপর্যয়…

Abhishek Banerjee

জলপাইগুড়ি (Jalpaiguri),আলিপুরদুয়ার ও কোচবিহারের বিপর্যয়ের পর মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ফোন করেন বাংলার মুখ্যমন্ত্রীকে। বিপর্যয় নিয়ে দু’‌পক্ষের মধ্যে কথা হয়েছে। এখানে সকালেই ছুটে এসেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

এছাড়াও এসেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। লোকসভা নির্বাচন এখন সামনেই সুতরাং সব রাজনৈতিক দলগুলি এখন প্রস্তুতি নিয়ে ভোটে ঝাঁপিয়ে পড়তে চাইছে। কিন্তু তার মধ্যেই ঘটে গিয়েছে প্রাকৃতিক বিপর্যয়। আর তাই এখন উত্তরবঙ্গ নিয়ে বেজায় উদ্বিগ্ন সকলে।

কারণ প্রথম দফায় নির্বাচন হতে চলেছে উত্তরবঙ্গের তিন জেলায়। তার আগে উত্তরবঙ্গে ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় আছড়ে পড়েছে। তাই আজ,সেখানে ছুটে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানের তিন জেলা হল কোচবিহার,জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। যা নিয়ে বিজেপি রাজনীতি করছে বলে সরাসরি বললেন ডায়মন্ডহারবারের তৃণমূল কংগ্রেস প্রার্থী।

এছাড়া মুখ্যমন্ত্রীকে ফোন করে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি নেতাদের তুলোধনা করে অভিষেকের বক্তব্য,”‌এখানের যাঁরা মায়েরা, দিদিরা, বৌদিরা ভোট দিয়েছিলেন তাঁরা দেখুন। কলকাতা থেকে ৬২০ কিমি দূরত্ব থাকলেও রাতে মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছেছেন। সেখানে বালুরঘাট থেকে জলপাইগুড়ির দূরত্ব ৩০০ কিমি। চার ঘণ্টার রাস্তা।

সুকান্ত মজুমদার রাতে আসতে পারতেন না?‌ চাইলে ৯টার মধ্যে পৌঁছতে পারতেন। বিজেপির নেতারা রাজনীতি করছে। কোনও কাজ করেনি। গত পাঁচ বছরে কোনও উন্নয়নমূলক কাজ হয়েছে?‌ হয়নি। দেখাতে পারবেন না। দিল্লি থেকে কোনও প্যাকেজ নিয়ে এসেছে?‌ আচ্ছে দিনের নাম করে ভোট নিয়েছিল। আজ মানুষ বুঝতে পারছে। তাই ব্যালটে জবাব দেবেন তাঁরা ।”