Abhishek Banerjee: অভিষেকের নজর ৯ লোকসভা কেন্দ্রে

অঙ্ক কষে যুদ্ধে। অভিষেকের নজরে ডায়মন্ড হারবার-সহ রাজ্যের নয় লোকসভা আসন। এই লোকসভা কেন্দ্রগুলির বিধানসভা আসন ধরে ধরে বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ডায়মন্ড হারবারের…

Abhishek Banerjee to Represent Trinamool Congress at INDIA Alliance Dinner in Delhi

অঙ্ক কষে যুদ্ধে। অভিষেকের নজরে ডায়মন্ড হারবার-সহ রাজ্যের নয় লোকসভা আসন। এই লোকসভা কেন্দ্রগুলির বিধানসভা আসন ধরে ধরে বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ডায়মন্ড হারবারের সাত বিধানসভা কেন্দ্রেই লিড বাড়াতে দিলেন কড়া বার্তা।

পাখির চোখ চব্বিশ। বুধবার থেকে সাংগঠনিক বৈঠক শুরু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের বিশষ নজর ৯টি লোকসভা আসনে। ডায়মন্ড হারবার, দার্জিলিং, কোচবিহার, মালদা উত্তর, মালদা দক্ষিণ, ঘাটাল, বোলপুর, বীরভূম এবং ঝাড়গ্রাম। এর মধ্যে উনিশের লোকসভা ভোটে বিজেপি জেতে চারটি আসনে। তৃণমূল ৪টিতে। আর কংগ্রেস একটিতে।

   

গত বুধবার, অভিষেক কৌশলী-বৈঠক শুরু করেন নিজের কেন্দ্র ডায়মন্ড হারবার কেন্দ্র দিয়ে। ডায়মন্ড হারবার লোকসভার মধ্যে ৭টি বিধানসভা আসন। একুশের ভোটের সাতটি কেন্দ্রেই জেতে তৃণমূল। বিজেপি শূন্য।

Advertisements

এবার চব্বিশের ভোটে কী হবে? বুধবার ডায়মন্ড হারবারের ২টি বিধানসভা কেন্দ্র নিয়ে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে নিজের লোকসভা কেন্দ্রের সাত বিধানসভাতেই লিড বাড়াতে কড়া বার্তা দেন। জানতে চান, ‘লোকসভা ও বিধানসভা ভোটে বেশ কিছু বুথে কেন লিড পেল বিরোধীরা? অভিষেকের নির্দেশ, যে সব বুথে এর আগে ভোট কম পড়েছে সেই সব বুথ এলাকায় বেশি সময় দিতে হবে। ডায়মন্ড হারবারে যা কাজ হয়েছে তার প্রচার করতে হবে। উন্নয়নকে হাতিয়ার করেই এগোতে হবে।’

ডায়মন্ডহারবারের পাশাপাশি আরও আট আসনের দিকে অভিষেকের বিশেষ নজর। এরমধ্যে উনিশের লোকসভা ভোটে দার্জিলিং, কোচবিহার, ঝাড়গ্রাম, মালদা উত্তর ও মালদা দক্ষিণে হেরে যায় তৃণমূল। এর মধ্যে একুশের ভোটের দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭টি আসনের মধ্যে ৬টিতেই জয়ী হয় বিজেপি। একটিতে তৃণমূল। কোচবিহারেও ছিল একই ছবি। বিজেপি ছয়। তৃণমূল এক। এই ছবিটাই এবার বদলাতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি চান সব বিধানসভা আসন থেকে লিড।