তৃতীয় দফার লোকসভা ভোটের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। এদিকে এই ভোটের মুখে সামাজিক মাধ্যমে এবার বিস্ফোরক পোস্ট করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
অভিষেক জানালেন, ১ সপ্তাহের মধ্যে বিজেপির ষড়যন্ত্রের কথা সকলের সামনে তুলে ধরবেন। আজ মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে অভিষেক জানান, ‘বিজেপির জমিদাররা বাংলার উপর তাদের অবিরাম আক্রমণ অব্যাহত রেখেছে। এক সপ্তাহের মধ্যে বাংলা বিদ্রোহী বিজেপির বাংলাকে কলঙ্কিত ও বদনাম করার আরেকটি ষড়যন্ত্রের পর্দাফাঁস করে দেব। গতকাল হাওড়ায় যে উৎসাহ দেখা গেল, তা প্রমাণ করে বিজেপির বিসর্জন অনিবার্য।’
The BJP ZAMINDARS persist in their relentless onslaught on Bengal!
In 1 WEEK, I will expose yet another conspiracy to MALIGN AND DEFAME BENGAL by the BANGLA BIRODHI BJP.
The enthusiasm that was on display in Howrah yesterday is proof that their BISHORJON is inevitable! pic.twitter.com/OadLtFaMh3
— Abhishek Banerjee (@abhishekaitc) April 30, 2024