Sunday, December 7, 2025
HomeWest Bengalট্রেন দুর্ঘটনার জেরে হাওড়ায় নবজোয়ার কর্মসূচি স্থগিত করলেন অভিষেক

ট্রেন দুর্ঘটনার জেরে হাওড়ায় নবজোয়ার কর্মসূচি স্থগিত করলেন অভিষেক

- Advertisement -

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ওড়িশার বালেশ্বর। করমণ্ডল এক্সপ্রেস, যশবন্তপুর হামসফর এক্সপ্রেস ও পণ্যবাহী ট্রেনের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন দুশো অধিক যাত্রী।আহতের সংখ্যা হাজার ছুঁইছুঁই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বালেশ্বরে হাজির হন। আর শনিবারের মতো নিজের কর্মসূচি ‘তৃণমূলে নবজোয়ার’ স্থগিত রাখলেন টিএমসি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে হাওড়ায় ঢুকে প্রথম পদযাত্রাটি করেন তিনি।

প্রসঙ্গত, ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি নিয়ে দুমাস ধরে জেলায় জেলায় ঘুরছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শনিবার তিনি প্রবেশ করেছেন হাওড়া জেলায়। এখানে বাগনান, শ্যামপুর-সহ একাধিক জায়গায় তাঁর কর্মসূচি করার কথা।

   

শুক্রবার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যুমিছিল দীর্ঘায়িত হওয়া এবং রাজ্যের যাত্রীদের সুরক্ষায় কথা ভেবে কর্মসূচি আজকের দিনের মতো স্থগিত রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

জানা যাচ্ছে, শনিবার হাওড়ার বাগনানে লাইব্রেরি মোড় থেকে খালো কালীবাড়ি পর্যন্ত মিছিল করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে কালীবাড়িতে পুজোও দেন। ২ মিনিট নীরবতা পালন করেন ট্রেন দুর্ঘটনায় নিহতদের জন্য।

শ্যামপুরে বড় জনসভা হওয়ার কথা ছিল, রাতে অধিবেশন কর্মসূচিও ছিল। কিন্তু পরবর্তী কর্মসূচিগুলি বাতিল করেন। রবিবার ডোমজুড়ে নবজোয়ার কর্মসূচি রয়েছে তাঁর। তবে এই সূচিতে পরিবর্তন হতে হবে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular