Abhishek Banerjee: বিনামূল্যে বছরে ১০টি সিলিন্ডার! বিরাট ঘোষণা অভিষেকের

ইন্ডি জোট ক্ষমতায় এলে বিনামূল্যে ১০টি সিলিন্ডার দেওয়া (Abhishek Banerjee) হবে। আজ, শনিবার জয়নগরের একটি জনসভা থেকে এই ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক…

Centre Admits Bengal Received No Allocation for 100-Day Work, Acknowledges Deprivation in Response to Abhishek Banerjee

ইন্ডি জোট ক্ষমতায় এলে বিনামূল্যে ১০টি সিলিন্ডার দেওয়া (Abhishek Banerjee) হবে। আজ, শনিবার জয়নগরের একটি জনসভা থেকে এই ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তবে সকলে এই সুবিধে পাবেন না। কেবলমাত্র বিপিএল পরিবারগুলি এই সুবিধা পাবেন বলে জানিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ।

Advertisements

এদিন অভিষেক বলেন, ৪ জুন সরকার গড়ার ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা নেবে তৃণমূল। ইন্ডি জোট সরকার গড়ার সঙ্গে সঙ্গে বিপিএল পরিবারগুলিকে বছরে বিনামূল্যে ১০টি করে সিলিন্ডার দেবে। বিজেপি ইস্তেহারকে আক্রমণ করে অভিষেক বলেন, বিজেপির ইস্তাহারে শুধু বিভাজন, বৈষম্যের রাজনীতির কথা রয়েছে।

   

উন্নয়ন ইস্যুতেও বিজেপিকে একহাত নেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেন, চাকরি নেই। ভেঙে পড়েছে শিক্ষা ব্যবস্থা। দেশে কালো টাকা বেড়েছে। গরিব আরও গরিব হচ্ছে। ধনী আরও ধনী হচ্ছে। অভিন্ন দেওয়ানি বিধি আনলে সংবিধান পাল্টে যাবে। সংরক্ষণ ব্যবস্থা তুলে দেওয়ার কথা সংকল্পপত্রে বলেছে বিজেপি, অভিযোগ অভিষেকের।

PoK: ‘৪০০ সিট দিন, পাক-অধিকৃত কাশ্মীর ছিনিয়ে আনবেন মোদী’, বড় ঘোষণা হিমন্তের

লক্ষ্মীর ভান্ডার ইস্যুতেও বিজেপিকে আক্রমণ করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। তাঁর কথায়, বিজেপি নেতার যতই বলুক না কেন, ওরা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে পারবে না। যত দিন বাংলায় তৃণমূল সরকার রয়েছে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীও লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে পারবেন না বলে দাবি করেছেন তিনি।

জয়নগর লোকসভা কেন্দ্রটি দক্ষিণ ২৪ পরগনা জেলায় অবস্থিত। এই কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডলের সমর্থনেই এদিন জনসভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই কেন্দ্রে বিজেপি টিকিটে ভোটে লড়ছেন চিকিৎসক অশোক কান্ডারি। ১ জুন জয়নগর কেন্দ্রে নির্বাচন।

Priyanka Gandhi: কেন ভোটে লড়ছেন না? বিরাট কারণ জানালেন প্রিয়াঙ্কা গান্ধী

প্রসঙ্গত, দেশজুড়ে এবার সাত দফায় লোকসভা নির্বাচন হচ্ছে। ১৯ এপ্রিল, ২৬ এপ্রিল, ৭ মে, ১৩ মে চার দফার ভোট ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। পঞ্চম ধাপে ২০ মে, ষষ্ঠ ধাপে ২৫ মে এবং সপ্তম ধাপে ১ জুন ভোটগ্রহণ হবে। নির্বাচন প্রক্রিয়া চলবে মোট ৪৩ দিন। আগামী ৪ জুন ভোটের ফলাফল ঘোষণা করা হবে।

Advertisements