Abhishek Banerjee: ‘বিজেপির বেলুন ফুটো হয়ে গিয়েছে,’ তির্যক মন্তব্য অভিষেকের

মনোনয়ন জমা দিয়ে সন্দেশখালি ইস্যুতে বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি বলেন, ‘ভোটে জিততে বিজেপির ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে। পুলওয়ামা নিয়ে…

মনোনয়ন জমা দিয়ে সন্দেশখালি ইস্যুতে বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি বলেন, ‘ভোটে জিততে বিজেপির ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে। পুলওয়ামা নিয়ে বিজেপির ষড়যন্ত্র শুনেছিলাম, সন্দেশখালি নিয়ে বিজেপির ষড়যন্ত্র দেখলাম। এর জল অনেক দূর এগোবে। সন্দেশখালি নিয়ে বিজেপির বেলুন ফুটো হয়ে গিয়েছে।’

 

   

সুপ্রিম কোর্টে সন্দেশখালির ভিডিও ফুটেজ জমা দেওয়ার হুঁশিয়ারি দেন অভিষেক। বলেন, ‘ভিডিও ফুটেজ জমা দিতে রাজ্য সরকারকে অনুরোধ করছি।’ এদিন সন্দেশখালিতে অস্ত্র উদ্ধার নিয়েও বিজেপিকে নিশানা করলেন অভিষেক। অভিষেকের দাবি, ‘বাংলাকে বদনাম করার চেষ্টা করছে বিজেপি। বাংলাকে কলঙ্কিত করার চেষ্টা হচ্ছে। আর সবকিছুর জবাব মানুষ ভোটবাক্সে দেবে।’ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সন্দেশখালি নিয়ে যেভাবে বাংলাকে বদনাম করার চেষ্টা করা হয়েছে, তা ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক ঘটনা। আমরা গোধরা ও পুলওয়ামা ষড়যন্ত্রের কথা শুনেছি, কিন্তু এবার তা চাক্ষুস দেখেছি। আমরা বিজেপিকে শ্বেতপত্র প্রকাশ করতে বলেছিলাম, কিন্তু তারা শ্বেতপত্র প্রকাশ করেনি। মহিলা কমিশন ও সিবিআইয়ের কাছে শ্বেতপত্রে মহিলাদের মিথ্যা অভিযোগ পাঠিয়েছে। আমরা আগেই বলেছি, সন্দেশখালির ঘটনা সাজানো।’