HomeWest BengalAbhishek Banerjee: রাজ্যপাল আনন্দ বোসকে নয়া চ্যালেঞ্জ অভিষেকের, হেস্তনেস্ত করতে নবান্নকে...

Abhishek Banerjee: রাজ্যপাল আনন্দ বোসকে নয়া চ্যালেঞ্জ অভিষেকের, হেস্তনেস্ত করতে নবান্নকে দিলেন পরামর্শ

- Advertisement -

শ্লীলতাহানির অভিযোগ ইস্যুতে রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে নয়া চ্যালেঞ্জ ছুঁড়লেন তৃণমূল ‘সেনাপতি’ (Abhishek Banerjee)। বৃহস্পতিবারই রাজভবন কর্তৃপক্ষ ঘটনার দিনকার (২রা মে) সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশ্যে এনেছেন। যা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক মাথাচাড় দিয়েছে। কেন তাঁর ইচ্ছের বিরুদ্ধে ওই ফুটেজ সকলের সামনে আনা হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিযোগকারিনী। বৃহস্পতিবারের ঘটনাকে ‘নাটক’ বলে তোপ দেগেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিযোগকারিনীর প্রশ্নকেই মান্যতা দিয়েছেন তিনি। বলেছেন, ‘রাজ্যপাল ওই বোনটিকে আরও বেশি করে অপমান করেছেন।’ এরপরই রাজ্যপালকে চ্যালেঞ্জ ছুঁড়ে তৃণমূলের ‘সেকেন্ড-ইন-কমান্ড’ বলেন, ‘বাইরের ফুটেজ দেখিয়ে কী হবে? ক্ষমতা থাকলে রাজ্যপাল তাঁর করিডর, চেম্বারের ভিডিয়ো ফুটেজ প্রকাশ্যে আনুন।’

কী বলেছেন অভিষেক?

   

মনোনয়ন জমা শেষে শুক্রবার রাজ্যপালকে (Governor CV Ananda Bose) আক্রমণ শানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বলেছেন, ‘এই রাজ্যপাল কলুষিত করেছেন রাজ্যপাল পদটিকেই। মেয়ের বয়সি মেয়েকে চাকরি দেওয়ার নামে শ্লীলতাহানি করেছেন। আমরা অনেক রাজ্যপাল দেখেছি। জগদীপ ধনখড়কেও দেখেছি। কিন্তু এই রকম নীচে নামতে কাউকে কাউকে দেখিনি। রাজ্য সরকারের উচিত রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়া। রাজ্যপাল বলে তিনি যা ইচ্ছা তা-ই করতে পারেন না। আইন সবার জন্য সমান হওয়া উচিত।’

আরও পড়ুন- Justice Amrita Sinha’s Husband Case: বিচারপতি সিনহার স্বামীর বিরুদ্ধে মামলা খারিজ, রাজ্যকে সুপ্রিম নির্দেশ- ‘রাজনীতি করবেন না’

অভিষেকের চ্যালেঞ্জ, ‘আমার বিরুদ্ধে যদি কোনও অভিযোগ ওঠে, আমি যদি তা খারিজ করতে ভিডিও দেখাই, তা হলে তো সমস্ত ফুটেজ দেখাব। চেম্বার, সিঁড়ি, করিডর— সব জায়গার ভিডিয়ো দেখানোর কথা। কিন্তু রাজ্যপাল শুধু বাইরের ভিডিও প্রাকাশ্যে এনেছেন। এ তো পুরো নাটক।’

আরও পড়ুন- Sheikh Shahjahan: একের পর এক ভাইরাল ভিডিও-তে শোরগোল, এবার মুখ খুললেন সন্দেশখালির ‘বাঘ’ শেখ শাহজাহান

রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মচারী। হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়। যাকে কেন্দ্র করে উত্তাল বঙ্গ রাজনীতি। তদন্তের জন্য তৎপর হলেও রাজ্যপালের বিশেষ সাংবিধানিক রক্ষাকবচ থাকায় পুলিশ আপাতত কিছুই করতে পারছে না। এই পরিস্থিতিতে বৃহস্পতিবারই রাজভবনের তরফে ঘটনার দিনকার সিসিটিভি ফুটজ প্রকাশ্যে আনা হয়। যা নিয়েও চরম বিতর্ক হয়েছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular