Abhijit Ganguly: আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব শ্রদ্ধা করি: অভিজিৎ

বিজেপিতে যোগ দেওয়ার ঘোষণার পরেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা গেল কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) মুখে। যা শুনে তাজ্জব রাজনৈতিক…

mamata banerjee

বিজেপিতে যোগ দেওয়ার ঘোষণার পরেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা গেল কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) মুখে। যা শুনে তাজ্জব রাজনৈতিক মহল। একজন বিচারপতি চাকরি ছেড়ে রাজনীতিতে আসায় এগেই চমকে গিয়েছিল অনেকে। তবে আবার আরও চমক তাঁর কণ্ঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের তারিফ শুনে।

short-samachar

   

ইস্তফাপত্র দেওয়ার পর সাংবাদিক সম্মেলন করেন তিনি। গতকাল কয়েকটি চ্যানেলে একান্তে সাক্ষাতকারেও দেখা যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, “আমি বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিকারের একজন সরল মহিলা। দায়িত্বশীল এবং পুরনো রাজনীতিবিদ যিনি ব্যক্তিগত আক্রমণকে গ্রাহ্য না করে বিরোধিতা করে গিয়েছেন। যখন বীরপুঙ্গবরা কংগ্রেস ছেড়ে পালিয়েছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মাথায় লাঠি খেয়েছেন, মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন।”

তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সুখ্যাত করে আরও বলেন, “অনেকবার তাকে চুলের মুঠি ধরে বের করে দেওয়া হয়েছে তাতে নারীসমাজ গর্জে উঠেছিল ভোটের বাক্সে। গর্জন করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হেনস্থা দেখে। মমতা বন্দ্যোপাধ্যায় একজন সিজন পলিটিশিয়ান। তিনি তাঁর ব্যক্তিগত জীবনে অত্যন্ত সরল। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব শ্রদ্ধা করি।”

গতকাল তৃণমূল কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে অভিনীত গঙ্গোপাধ্যায়ের ব্যাপক সমালোচনা করেন কুণাল ঘোষ ও কল্যাণ গঙ্গোপাধ্যায়। কুণাল ঘোষ বলেন, ‘স্যার’ থেকে ‘অভিজিৎদা’ হয়ে উঠতে তাঁর যথেষ্ট সময় লাগবে। ওয়াকিবহাল মহলের মতে ইস্তফা দেওয়ার পরেও নিজেকে বিচারপতি মনে করছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এমন আলটপকা মন্তব্য করলে ৭ মার্চ বিজেপি তাঁকে জয়েন করাবে কিনা সেই নিয়েও সংশয়ে অনেকে।