Recruitment corruption: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে বিপদ বাড়ছে তৃণমূলের

নিয়োগ দুর্নীতি (Recruitment corruption) মামলায় এক ডজনের অধিক মামলায় একযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন৷ যার জেরে দুর্নীতির অভিযোগে শিক্ষা দফতরের প্রাক্তন আধিকারিকদের অধিকাংশ এই মুহুর্তে জেলে রয়েছেন।

Justice Abhijit Gangopadhyay

short-samachar

নিয়োগ দুর্নীতি (Recruitment corruption) মামলায় এক ডজনের অধিক মামলায় একযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন৷ যার জেরে দুর্নীতির অভিযোগে শিক্ষা দফতরের প্রাক্তন আধিকারিকদের অধিকাংশ এই মুহুর্তে জেলে রয়েছেন। তালিকায় শাসক দলের নেতা, মন্ত্রী বিধায়কদের নামও রয়েছে৷

   

এমনকি সম্প্রতি সিবিআইয়ের স্ক্যানারে তৃণমূলের সেকেণ্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। হালিতে সুপ্রিম কোর্ট তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিলেও দুর্নীতিতে আপোষ করতে রাজি নন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)৷ সোমবার আদালত থেকে বেরিয়ে সেই জল্পনা উস্কে দিলেন৷

তিনি বলেন, তৃণমূল টিনোমূল বলে কোনও কিছু আমার কাছে নেই। যখন এ ধরনের মামলার বিচার করতে বসি, তখন দেখতে চাই দুর্নীতি আছে কি না। নিয়োগ দুর্নীতি মামলায় শাসক দলের একের পর এক নেতাদের যেভাবে নাম জড়াচ্ছে, তাতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য ঘিরে জল্পনা শুরু হয়েছে৷

একইসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে বিচারপতি বলেন, সেই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আসবে কেন? সে তো কুন্তল ঘোষ নিজে তুলেছেন।আমার যত দূর মনে পড়ে, আমার কাছে যে ডকুমেন্ট জমা পড়ে তাতে কুন্তল নিজে অভিষেকের নাম করেন। এ তো আমার বানানো বা আকাশ থেকে পেড়ে আনা কোনও নাম নয়!