বিজেপি একমাত্র সর্বভারতীয় দল। তাই আগামী ৭ মার্চ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay) বিজেপিতে যোগ দিচ্ছেন। সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন তিনি। বেশ কিছুদিন ধরেই রাজ্য তথা রাজনীতিতে আলোড়ন ফেলে দিয়েছিলেন “ঈশ্বরের প্রতিভূ” অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি হিসেবে তিনি অবসর নিতে চান এই খবর চাউড় হতেই বাম, ডান সব রাজনৈতিক দলগুলি আশায় বুক বাঁধে। অবশেষে জল্পনা সত্যি করে তিনি এবার নিজেই জানিয়ে দিলেন তিনি বিজেপিতে যাচ্ছেন।
বিচারপতি থাকাকালীন তার বেশকিছু সাহসী রায় ঘোষণায় অনেকে তাঁকে বামপন্থী হিসেবে দেগে দেন। কিন্তু আসল সত্য উদঘাটন করলেন তিনি নিজেই। কমিউনিস্টরা ঈশ্বর বিশ্বাসী নয়, কিন্তু অভিজিতের দাবি তিনি ধর্মে বিশ্বাস করেন। ঈশ্বরেও বিশ্বাস করেন তাই সিপিআইএম দলে তিনি যোগ দিলেন না।
এদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ইস্তফার খবর শুনে কংগ্রেসের অধীর চৌধুরী তাঁর জন্য দরজা খুলে রেখেছিলেন বলেই খবর। যদিও এদিন সাংবাদিকদের তিনি জানান, ‘কংগ্রেস পারিবারিক জমিদারির একটি দল। যেখানে জয়রাম রমেশের মত শিক্ষিত নেতাদের পদ দেওয়া হয় না, সেই দল তো নৈব নৈব চ।’
প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এরূপ মন্তব্যে কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ তাঁকে তীব্র ভৎসনা করেছেন। ধিক্কারে সুরে সৌম্য আইচের দাবি, ‘তাঁকে মানুষ অন্য ভাবে দেখেছিলেন, এই চরিত্রে তাঁকে মানায় না।’ বাম নেতা সুজন চক্রব্তীর কথায়, ‘উনি বয়স্ক মানুষ, যা ভেবেছেন বলেছেন ‘।