‘অভয়া ব্যর্থতায় মুখ লুকোতে ঝাড়গ্রাম পালিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী’: শুভেন্দু

মঙ্গলবার সাত সকালে গাড়ি ভাংচুর। হুলুস্থূল কান্ড উত্তরবঙ্গে (Suvendu)। সরাসরি নাম করে উত্তর বঙ্গ উন্নয়ন মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করেছেন শুভেন্দু অধিকারী। ছাড়েন নি এসপি দ্যুতিমান…

Suvendu alleges mamata

মঙ্গলবার সাত সকালে গাড়ি ভাংচুর। হুলুস্থূল কান্ড উত্তরবঙ্গে (Suvendu)। সরাসরি নাম করে উত্তর বঙ্গ উন্নয়ন মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করেছেন শুভেন্দু অধিকারী। ছাড়েন নি এসপি দ্যুতিমান ভট্টাচার্যকেও। বুধবার বিরোধী দলনেতা আবারও বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোকে লক্ষ্য করে । শুভেন্দু অভিযোগ করেছেন অভয়া কাণ্ডের ব্যর্থতা থেকে মুখ লুকোতে চাইছেন মমতা। অভয়ার বাবা মা কে ভয় পেয়ে শহর ছেড়ে এখন ঝাড়গ্রামে তৃণমূল দলনেত্রী দাবি বিরোধী দলনেতার।

শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, অভয়া কাণ্ডে মুখ্যমন্ত্রীর “ব্যর্থতা” ঢাকতে তিনি এখন পুলিশ বাহিনীকে রাস্তায় নামিয়ে হাওড়ার নীল বাড়ির ১৪ তলার “গদি” বাঁচানোর চেষ্টা করছেন। তিনি দাবি করেছেন, অভয়ার মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সরকারের ব্যর্থতা এতটাই প্রকট যে, অভয়ার বাবা-মা এখন ভয়ে শহর ছেড়ে ঝাড়গ্রামে পালিয়েছেন।

   

শুভেন্দুর কথায়, “ডাক্তার বোনের উপর শারীরিক অত্যাচার এবং তাঁর মৃত্যুর জন্য প্রধান দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। অভয়ার মা-বাবা তাঁদের কৃতি সন্তানের সঙ্গে ঘটে যাওয়া নরকীয় অধ্যায়ের এক বছর পর নবান্নের দ্বারস্থ হয়ে রাজ্যের পুলিশ মন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে জবাবদিহি দাবি করেছেন। কিন্তু সেই ভয়ে মমতা আগেভাগেই প্রশাসনিক কর্মসূচির অজুহাতে ঝাড়গ্রাম পালিয়েছেন।”তিনি আরও বলেন, “মুখ্যমন্ত্রীর চেয়ারটা তো হাওড়ার নীল বাড়ির চৌদ্দ তলায় রয়ে গেছে।

তাই তিনি ভয় পাচ্ছেন, কেউ যেন তাঁর অনুপস্থিতিতে সেই গদি টলিয়ে না দেয়। এই কারণেই গোটা রাজ্যের পুলিশকে রাস্তায় নামিয়ে নীল বাড়ি রক্ষার ব্যবস্থা করা হচ্ছে।” শুভেন্দু জানিয়েছেন, হাওড়ার শিবপুর পুলিশ লাইনে একটি বৈঠক ডাকা হয়েছে, যেখানে রাজ্যের বড় বড় পুলিশ কর্তাদের নির্দেশ দেওয়া হচ্ছে কীভাবে নীল বাড়ির নিরাপত্তা নিশ্চিত করা যায়।

তিনি এই বৈঠককে “মমতার ভয়ের প্রতিফলন” হিসেবে বর্ণনা করেছেন।শুভেন্দুর এই অভিযোগের পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া এসেছে। তৃণমূল নেতারা দাবি করেছেন, শুভেন্দু অধিকারী “নাটকের রাজনীতি” করছেন এবং রাজ্যের উন্নয়নের কাজে বাধা সৃষ্টি করতে এমন ভিত্তিহীন অভিযোগ তুলছেন।

তৃণমূলের এক মুখপাত্র বলেন, “শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে শুপ্রিম কোর্টের নির্দেশ পালন করছেন না। তিনি ক্রমাগত মিথ্যা অভিযোগ তুলে রাজ্যের শান্তি বিনষ্ট করার চেষ্টা করছেন। মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামে প্রশাসনিক কাজে গেছেন, এটাকে পালানো বলা হাস্যকর।”এদিকে, কোচবিহারে শুভেন্দুর কনভয়ে হামলার ঘটনায় বিজেপি ব্যাপক প্রতিবাদে নেমেছে।

Advertisements

হাওড়া গ্রামীণ জেলার বিভিন্ন অঞ্চলে বিজেপি কর্মীরা পথ অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করেছে। একটি এক্স পোস্টে বিজেপির উলুবেরিয়া পিসি জানিয়েছে, “কোচবিহারে তৃণমূলের দুষ্কৃতীদের দ্বারা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার প্রতিবাদে উলুবেরিয়া উত্তর, আমতা, বাগনান ও ফুলেশ্বরে পথ অবরোধ করা হয়েছে।”অভয়া কাণ্ডের প্রসঙ্গে শুভেন্দু আরও বলেন, “এই ঘটনা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার ব্যর্থতার প্রমাণ।

মুখ্যমন্ত্রী এই ঘটনার দায় এড়াতে পারেন না। তিনি নিজে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন, অথচ এমন ঘটনার পরও কোনও জবাবদিহি নেই।” তিনি দাবি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই পুলিশ এই ঘটনার তদন্তে ঢিলেমি করছে, যাতে তৃণমূলের দায় ঢাকা পড়ে।এই ঘটনার পর রাজ্যের রাজনৈতিক মহলে উত্তেজনা তুঙ্গে।

Medinipur: ‘দিদিকে দেখলেই প্রশাসনের ঘুম ভাঙে’, কটাক্ষ মেদিনীপুরের সাধারণ মানুষদের

বিজেপি দাবি করছে, তৃণমূল সরকার বিরোধীদের কণ্ঠ রোধ করতে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। অন্যদিকে, তৃণমূলের অভিযোগ, শুভেন্দু অধিকারী রাজনৈতিক ফায়দা তুলতে এমন অভিযোগ করছেন। অভয়া কাণ্ডের বিচার এবং কোচবিহারের ঘটনার তদন্ত কীভাবে এগোয়, তা নিয়ে সবার নজর এখন রাজ্য সরকারের দিকে।