গাছে চিতা নিচে ভয়। হই হই কান্ড জলপাইগুড়ির মাল ব্লকের মানাবাড়িতে। মাল ব্লকের মানাবাড়ি চাবাগানের ছায়া গাছের মগডালে উঠে গেছে চিতাবাঘ। ঘটনাস্থলে বনবিভাগ ও পুলিশের।
চিতা দেখতে ভিড়। তবে গাছ থেকে কারোর ঘাড়ের উপর চিতা ঝাঁপ দিতে পারে এমনও আশঙ্কা। মাল ব্লকের চা বাগানগুলিতে হিমালয়ের লেপার্ড হানা হয়েই থাকে। চা বাগানের ছায়ায় মেলে লেপার্ডের ছানা। লেপার্ড ও চিতার মধ্যে কিছু পার্থক্য আছে। তবে স্থানীয়ভাবে এই হিংস্র বন্যপ্রাণী চিতা নামেই পরিচিত।
সোমবার (২৮ অক্টোবর) সকালে মানাবাড়ির চা বাগানে চা শ্রমিকরা কাজে গিয়ে দেখেন ওই বাগানের ১৪ নম্বর সেকশনে একটি বড় গাছে উঠে বসে আছে চিতা। সেটি গর্জন করছিল। চা বাগানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় চা পাতা তোলার কাজ।
এদিকে চিতা ওই গাছের আরও উপরে উঠে যায়। খবর পেয়ে ঘটনাস্থল আসেন মালবাজার বন্যপ্রাণ শাখার কর্মীরা। বনবিভাগ জানিয়েছে, চিতাটিকে খাঁচা বন্দি করে কিছু পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।