কলকাতার উপকণ্ঠ কুলতলিতে প্রচুর আগ্নেয়াস্ত্রসহ অস্ত্র কারখানার হদিশ

ফের রাজ্যে উদ্ধার হল অবৈধ অস্ত্র কারখানা।  দক্ষিণ ২৪ পরগনা কুলতলি (Kultali) আন্ধারিয়া গ্রামে এই অস্ত্র কারখানার হদিস পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে।  মহিউদ্দিন সরদার…

A large quantity of firearms was recovered from Kultali

ফের রাজ্যে উদ্ধার হল অবৈধ অস্ত্র কারখানা।  দক্ষিণ ২৪ পরগনা কুলতলি (Kultali) আন্ধারিয়া গ্রামে এই অস্ত্র কারখানার হদিস পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে।  মহিউদ্দিন সরদার নামে এক ব্যক্তির বাড়িতে এই অস্ত্র কারখানার হদিশ পাওয়া গিয়েছে। বারুইপুর পুলিশের এসওজি টিম, কুলতলি থানার কুন্দখালি- গোদাবড় গ্রাম পঞ্চায়েতে কেল্লা বাজারের কাছে আন্ধারিয়া পূর্বপাড়ার মধ্যে জনৈক মহিউদ্দিন সর্দার-এর বাড়িতে আগ্নেয়াস্ত্র তৈরী করা চলছে এটা জেনে দুপুর বেলায় রেড করে।

Advertisements

আগ্নেয়াস্ত্র তৈরি করার সময়েই হাতেনাতে ধরা পড়ে মহিউদ্দিন। তল্লাশি চালিয়ে আটটা দেশী নতুন তৈরি পিস্তল, এবং তিনটি পুরনো বন্দুক পাওয়া গেছে। এর সাথে উদ্ধার হয়েছে অস্ত্র তৈরী করার যন্ত্রাংশ, লোহা কাটার মেশিন, ড্রিল, পলিশ করার মেশিন, স্ক্রু ড্রাইভার, হাতুরি ইত্যাদি। জানা গিয়েছে, এই ব্যক্তি আগে পোল্ট্রি ফার্ম চালাত বাড়িতেই। ছমাস আগে থেকে এই কারখানা সে গোপনে চালু করে।

বিজ্ঞাপন

কার কাছে অস্ত্র তৈরি শেখা, এর আগে কোথায় অস্ত্র বিক্রি করেছে এসব জানবার জন্য আসামীকে পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১৯ সালে মহিউদ্দিন সরদার একবার গ্রেপ্তার হয়েছিলেন। সেই সময় জেল থেকে ছাড়া পাওয়ার পর সে অস্ত্র তৈরির কাজে হাত দেয়। বিহারের মুঙ্গের থেকে সে অস্ত্র কিভাবে তৈরি করতে হয় তার প্রশিক্ষণ নিয়ে আসে। এছাড়াও প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, সম্প্রতি অভিযুক্ত ২০টি আগ্নেয় অস্ত্র তৈরির বরাত পেয়েছিল।