ছাত্রীদের মাথার উপর ভেঙে পড়ল ফ্যান! চাঞ্চল্য রাধারানি গার্লস হাইস্কুলে

school girl

টিফিন পিরিয়ড চলাকালীন ক্লাসে ঘটল বিপত্তি। স্কুলের পাখা হঠাৎ ভেঙে পড়ল ছাত্রীদের (school student) মাথায়। ঘটনায় আহত চার ছাত্রী। ঘটনাটি ঘটেছে পান্ডুয়া রাধারানি গার্লস হাইস্কুলে। যার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পরে ছাত্রীদের মধ্যে।

আলুর দাম হাফ সেঞ্চুরি পার! মধ্যবিত্তের মাথায় হাত

   

মঙ্গলবার দুপুরে রাধারানি গার্লস স্কুলের ছাত্রীরা টিফিন করছিল, এমন সময় হঠাৎ স্কুলের একটি পুরোনো পাখা ছাত্রীদের মাথার উপরে ভেঙে পড়ে। স্কুল পরিচালন সমিতির সভাপতি অসিত চট্টোপাধ্যায়ের বক্তব্য অনুযায়ী, টিফিনের সময় ক্লাসরুমে বসে টিফিন করছিল ছাত্রীরা। হঠাৎই একটি পাখা মাথার উপর ভেঙে পড়ে। আহত হয় চার ছাত্রী। তড়িঘড়ি তাদেরকে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা হয়। দু’জনকে আবার সেখান থেকে স্ক্যান করানোর জন্য চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

শপথ চার বিধায়কের, ফের বিতর্কে ঘি?

এক আহত ছাত্রীর বাবা সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, ‘ মেয়েরা স্কুলের টিফিনের সময় ঘরে বসে টিফিন করছিল। হঠাৎ করেই মাথার উপর এটি পাখা ভেঙে পড়ে। স্কুলের দিদিমণিরা সবাই হাসপাতালে নিয়ে যায় আহত ছাত্রীদের।’ এখানেই শেষ নয়, তাঁর আরও অভিযোগ যে, রক্ষণাবেক্ষণের অভাবেই এই দুর্ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই স্কুলের তরফে জানানো হয়েছে যে স্কুলের তরফে ছাত্রীদের চিকিৎসার খরচ বহন করতে হবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন