বাংলার বুকে কংগ্রেস কর্মীকে বেঁধে-পিটিয়ে খুনের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল

লোকসভা ভোট মিটতে না মিটতেই ফের রক্তাক্ত হল বাংলার মাটি। এবার এক কংগ্রেস (Congress) কর্মীকে বেঁধে-পিটিয়ে খুনের অভিযোগ উঠল। ঘটনাস্থল ময়নাগুড়ি। ঘটনায় কাঠগড়ায় তোলা হয়েছে…

লোকসভা ভোট মিটতে না মিটতেই ফের রক্তাক্ত হল বাংলার মাটি। এবার এক কংগ্রেস (Congress) কর্মীকে বেঁধে-পিটিয়ে খুনের অভিযোগ উঠল। ঘটনাস্থল ময়নাগুড়ি। ঘটনায় কাঠগড়ায় তোলা হয়েছে শাসক দল তৃণমূলকে। যদিও ঘটনার অভিযোগ অস্বীকার করেছে শাসক দল।

শাসক দলের বক্তব্য, জমি নিয়ে বিবাদের জেরে এই খুন হয়ে থাকতে পারে। এর সঙ্গে রাজনৈতিক কোনও সম্পর্ক নেই। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে ময়নাগুড়িতে। ঘটনায় তৃণমূলের বুথ সভাপতি সহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, কংগ্রেস কর্মীকে গাছে বেঁধে তারপর গণপিটুনি দেওয়া হয়। জমি নিয়ে বিবাদের জেরে কংগ্রেস কর্মীকে খুনে অভিযোগ। মৃতের নাম মানিক রায়।

   

অভিযোগ, ডিজেল ঢেলে পোড়ানোর হুমকি দেওয়া হয়। ফের হামলা হতে পারে, এই আশঙ্কায় ভয়ে কাঁপছে মৃতের পরিবার। এদিকে এই ঘটনায় প্রতিক্রিয়া দিলেন বিজেপি নেতা সজল ঘোষ। ঘটনায় শাসক দলকে কাঠগড়ায় তুলে তিনি বলেন, ‘এমন একটাও দিন নেই যেদিন বাংলায় খুন হয় না।’

সূত্রের খবর, ২০১৯ সালে জমি দখল ঘিরে গণ্ডগোলের সূত্রপাত। কংগ্রেস কর্মীর জমি নিয়ে একাধিক মামলা মোকদ্দমা রয়েছে বলে জানিয়েছে পরিবার। এই খুনের ঘটানায় পুলিশ ইতিমধ্যে তৃণমূলের বুথ সভাপতি সহ ৫ জনকে গ্রেফতার করেছে। বাকি ৫ জনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

এও জানা গিয়েছে, দীর্ঘ প্রায় ৫ বছর ঘরছাড়া ছিলেন মানিক রায়। এরপর ঘরে ফিরতেই খুন হতে হল কংগ্রেস কর্মীকে। তবে এই প্রথম নয়। আজ থেকে ৫ বছর আগেও বাড়ি ভাঙচুর করা হয়ে মানিক রায়ের। যাইহোক, দোষীদের চরম থেকে চরমতম শাস্তির দাবি তুলেছে পরিবার।