
আগামী ২৫ মে রয়েছে ষষ্ঠ দফার ভোট। ইতিমধ্যে ভোট ষষ্ঠীর জন্য কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে ভোটারদের থেকে শুরু করে রাজনইতিক দলগুলির। তবে এরই মাঝে শিরোনামে উঠে এল নন্দীগ্রাম (Nandigram)। খুন হলেন এক মহিলা বিজেপি (BJP) সমর্থক বলে খবর। ভোটের মাত্র আর দুইদিন বাকি থাকতে এহেন ঘটনাকে কেন্দ্র করে বাংলায় চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই মহিলার নাম রথীবালা আড়ি। শুধু তাই নয়,ধারালো অস্ত্রের আঘাতের জেরে নিহত মহিলা বিজেপি সমর্থকের ছেলে সহ ৭ জন। সকলেই গুরুতর আহত হয়েছে বলে খবর। সকলকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। নিহত মহিলার ছেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতার একটি হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
এদিকে এই ঘটনার পর থেকেই ক্ষোভে ফুঁসছে রাজ্য বিজেপি। আজ বৃহস্পতিবার ঘটনার প্রতিবাদে নন্দীগ্রামজুড়ে বনধের ডাক দিল দল। স্থানীয় দলীয় কর্মীদের অভিযোগ, তৃণমূল কর্মীরাই এই হামলা চালিয়েছেন।










