আঠেরোতেই বোমা তৈরিতে ‘ওস্তাদ’! সব কৃতজ্ঞতা ইউটিউবেরই, চক্ষুচড়কগাছ পুলিশের

মাত্র আঠেরো বছর বয়সেই বোমা তৈরির ওস্তাদ হয়ে উঠল এক কিশোর। শুধু তাই নয়, সেই বোমা তৈরি করে এলাকাতেই পরীক্ষা করল। আর সেই পরীক্ষা করতেই…

bomb making

মাত্র আঠেরো বছর বয়সেই বোমা তৈরির ওস্তাদ হয়ে উঠল এক কিশোর। শুধু তাই নয়, সেই বোমা তৈরি করে এলাকাতেই পরীক্ষা করল। আর সেই পরীক্ষা করতেই গিয়েই বিপদে পড়ল সদ্য কৈশোর ভেঙে যুবক হওয়া প্রবীর চট্টোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনায় নিজের বাড়িতে বসেই বোমা তৈরি করছিল বছর আঠেরোর যুবক। পুলিশি জেরায় সে জানিয়েছে, ইউটিউব দেখে দেখেই বোমা তৈরি করা শিখেছিল। কিন্তু কী উদ্দেশে সে বোমা তৈরির প্রশিক্ষণ নিচ্ছিল, তার তদন্তে নেমেছে পুলিশ।

চাকরির নামে ‘প্রতারণা’! বেসরকারি নার্সিং কলেজ ভাঙচুর করলেন পড়ুয়ারা

   

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকবছর আগে তিলিপাড়া এলাকায় এসে থাকতে শুরু করেন প্রবীর ও তাঁর পরিবার ৷ শনিবার রাত ১১টা নাগাদ স্থানীয় তিলিপাড়া-শ্রীমানিপাড়ার রাস্তার উপর বোমা ফাটাচ্ছিলেন তিনি ৷ সেখানে গোটা দু’য়েক বোমা ফাটান তিনি। ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চিন্ময় দে বলেন, ‘‘রাতে এলাকা নিঃস্তব্ধ হয়ে যাওয়ার পর রাস্তায় বেরিয়ে সম্ভবত বোমা ফাটিয়ে পরীক্ষা করছিল । আওয়াজ শুনে স্থানীয় লোকজনের সন্দেহ হয় । খবর পেয়ে পুলিশকে জানাই। পুলিশ এসে বোমা উদ্ধার করে ।”

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি

পুলিশ সূত্রে আরও খবর, প্রবীরকে জেরা করে জানা গিয়েছে, বোমা তৈরি সে শিখেছিল ইউটিউব দেখে। সারাদিন মোবাইল ঘাঁটার অভ্যেস রয়েছে তার। জয়নগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক পার্থসারথি পাল জানিয়েছেন, পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, প্রবীর এমনিতে শান্ত স্বভাবের, চুপচাপ। সারাদিন নিজের ঘরে বসে মোবাইলে বুঁদ হয়ে থাকত। কেউ তার ঘরে ঢুকলে বিরক্ত হতো। বেশিক্ষণ কাউকে নিজের ঘরে থাকতে দিত না। সম্প্রতি এলাকার কয়েকজন যুবকের সঙ্গে প্রবীরের ঝামেলা বেঁধেছিল। তাদের শায়েস্তা করার জন্যই বোমা বানানোর উদ্যোগ নেয় সে।