খেজুরিতে বোর্ড গঠনে চলল গুলি, আহত ৮ পুলিশ

পঞ্চায়েত ভোট ঘিরে ধুন্ধুমার জেলায় জেলায়‌। মনোনয়ন পর্ব, ভোটগ্রহণ, ফল প্রকাশের পর এবার বোর্ড গঠনে চলল গুলি। পরপর গুলির শব্দে আতঙ্কিত স্থানীয়রা। উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের…

খেজুরিতে বোর্ড গঠনে চলল গুলি, আহত ৮ পুলিশ

পঞ্চায়েত ভোট ঘিরে ধুন্ধুমার জেলায় জেলায়‌। মনোনয়ন পর্ব, ভোটগ্রহণ, ফল প্রকাশের পর এবার বোর্ড গঠনে চলল গুলি। পরপর গুলির শব্দে আতঙ্কিত স্থানীয়রা। উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের খেজুরি। ঘটনায় ওসি সহ ৮ জন পুলিশকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষের জেরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কারও হাতে লাঠি, কারও হাতে বাঁশ। একের পর এক গুলি ও বোমার শব্দে কাঁপছে এলাকা। ভয়ে জবুথবু স্থানীয়রা। রণক্ষেত্র চেহারা নেয় গোটা এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আহত হয় পুলিশ।

খেজুরি দু নম্বর ব্লকের কসবা গ্রাম পঞ্চায়েতের ঘটনা। সকাল থেকেই বোর্ড গঠন ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়। ওই পঞ্চায়েত এলাকায় বিজেপির হাতে রয়েছে ১৬টি ও তৃণমূলের হাতে রয়েছে ১২টি আসন। অভিযোগ, তৃণমূলের জয়ী প্রার্থীদের পঞ্চায়েতে ঢুকতে দেওয়া হয়নি। দু পক্ষের বচসা সামলাতে ঘটনাস্থলে যায় পুলিশ। ৮ পুলিশ কর্মী ছাড়াও দু পক্ষের আরও চারজন আহত হয়েছে।

Advertisements

রণক্ষেত্র পরিস্থিতিতে ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত হন তালপাটি কোস্টাল থানার ওসি বুদ্ধদেব মাল, ভূপতিনগর সি আই সুবীর পাল। তাদের বাঁচাতে আহত হন আরও কয়েকজন পুলিশকর্মী। তাদের প্রাথমিক চিকিৎসার জন্য স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

উল্লেখ্য, রাজ্যের একাধিক জায়গায় বোর্ড গঠন নিয়ে প্রবল উত্তেজনা তৈরি হয়েছে। বৃহস্পতিবার উত্তেজনার ছবি দেখা গেছে হুগলির ফুরফুরা শরিফ, দক্ষিণ ২৪ পরগনার মন্দির বাজার, মালদহের গাজোলে।